জলদূত মিশনে রাজ্যসেরা স্বাধীনবাজার হাইস্কুলের ছাত্রী লুৎফা, সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : সমগ্র শিক্ষা অসমের পরিচালনায় রাজ্য জুড়ে পড়ুয়াদের নিয়ে জল দূত মিশন নামের এক অভিযান চালানো হয়। এতে প্রত্যেক জেলার হাইস্কুলের নবম ও দশম শ্রেণীর দশজন করে পড়ুয়া অংশ নেন। রাজজুড়ে এনিয়ে বিশুদ্ধ জলের ওপর পরীক্ষা করা হয়। ১২ জেপিএলের কার্যক্রম সহ জল প্রকল্পের ওপর অভিযান চালিয়ে নিযুক্তপ্রাপ্ত পড়ুয়ারা পয়েন্ট সংগ্রহ করেন। এতে সর্বমোট ১৫০০ পয়েন্টের মধ্যে সর্বোচ্চ ১৪৪০ পয়েন্ট সংগ্রহ করে জল দূত মিশনে রাজ্যে প্রথম স্থান অর্জন করেন স্বাধীনবাজার হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী লুৎফা বেগম লস্কর।

প্রত্যন্ত গ্রাম দক্ষিণ মোহনপুর দশম খণ্ডের বাসিন্দা এই ছাত্রীর সাফল্যে উৎফুল্লিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার জনসাধারণ। মঙ্গলবার এ উপলক্ষে স্কুলে কৃতী লুৎফা বেগমকে উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করেন স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম মজুমদার। এতে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ অন্যরা। এদিকে, এ খবর পেয়ে সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া কৃতী লুৎফা বেগমকে অভিনন্দন জানিয়ে ৫ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করার ঘোষণা করেন।

জলদূত মিশনে রাজ্যসেরা স্বাধীনবাজার হাইস্কুলের ছাত্রী লুৎফা, সংবর্ধনা

এছাড়াও এদিন ব্লক লেভেল কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করা স্কুলের আরেক ছাত্রী রাসুমা বেগম চৌধুরীকেও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News