মাতৃভূমি কাপ জয় যুবমোর্চা নরসিংহপুর মণ্ডল এফসির

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : পেনাল্টিতেই সমাধান মাতৃভূমি কাপের। এ বারের খেতাব অর্জন করল যুবমোর্চা নরসিংহপুর মণ্ডল। রবিবার ধলাই বিএনএমপি স্কুল মাঠে ফাইনাল খেলায় ১-০ গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জামালপুর এফসি-কে হারিয়ে নিজের দখলে নিল মাতৃভূমি কাপ যুবমোর্চা। খেলায় রক্ষণাত্মক খেলেও রক্ষা করতে পারেনি জামালপুর। ম্যাচের ৪৩ মিনিটে গোলকিপার রিকি ফাউল করলে যুবমোর্চা পেনাল্টির সুযোগ পায়।

মাতৃভূমি কাপ জয় যুবমোর্চা নরসিংহপুর মণ্ডল এফসির

সেসুযোগ হাতছাড়া করেননি রাইকুট (নিক)। পেনাল্টিতে গোল করে দল এগিয়ে নিয়ে যান এবং শেষপর্যন্ত পেনাল্টি গোলেই শেষহাসি হাসল যুবমোর্চার দল। পুরো ম্যাচে ২৬ টি ফাউল হয়। এরমধ্যে ১৫টি ছিল চ্যাম্পিয়ন দলের। জামালপুর এফসি রক্ষণাত্মক খেললেও বিপক্ষের পোস্ট লক্ষ্য করে তিনবার শট নেয়। আর যুবমোর্চা শট নিয়েছে আটটি। প্রথমার্ধ্বে তিনটি শটের মধ্যে একটি শট পোস্টে লেগে বেরিয়ে আসে বল। দ্বিতীয়ার্ধ্বে আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়। সুযোগ পায় বেশ কয়েকবার। পাঁচবার তিনকাঠি লক্ষ্য করে শট নিলে সফল হতে পারেনি যুবমোর্চা। ছয়টি বল সেভ করেছেন জামালপুর কিপার এবং যুবমোর্চার কিপার সেভ করেন চারটি বল। অফসাইড ছিল ৮টি যুবমোর্চার এবং জামালপুরের ১টি। কর্ণার শট নেয় জামালপুর পাঁচটি ও যুবমোর্চা দু’টি। ফাইনাল ম্যাচ উপভোগ করতে প্রায় কুড়ি হাজার দর্শক মাঠের চারিদিকে ছিলেন। গ্যালারি ও মাঠের চারিদিক তিল ধারনের কোন স্থান ছিল না। এ ছাড়া গাছের ডালে ও স্কুলের চালে বসেও খেলা উপভোগ করেন দর্শকরা। খেলা শেষে অথিতিরা চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন।

মাতৃভূমি কাপ জয় যুবমোর্চা নরসিংহপুর মণ্ডল এফসির

ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রাজ্যের পরিবহণ, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রাই, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি বাবুল হোড়, সাংসদ প্রতিনিধি পুলক দাস, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, অসম প্রদেশ বিজেপি অনুসূচিত জাতি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাশ, শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন দাস, জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রাক্তন প্রকল্প সঞ্চালক রসরাজ দাস, মধ্য

মাতৃভূমি কাপ জয় যুবমোর্চা নরসিংহপুর মণ্ডল এফসির

ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্কচন্দ্র পাল, ধলাই জিপি সভাপতি ভূষণ পাল, ডিএসএ-র সহসভাপতি নীলাভ মজুমদার, সুজন দত্ত, চন্দন শর্মা, সমর রায়, প্রসেনজিৎ ভট্টাচার্য, অজয় চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস, পিডাব্লুডির অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার রাজকুমার রায়, জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ নাথ, বিএনএমপি এইচ স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এসডিএমও ডাঃ দিলীপকুমার পাল, লালবাহাদুর কুর্মী, বিধানচন্দ্র পাল, বিশ্বজিৎ দেবরায়, কৃপেশ ঘোষ প্রমুখ।

মাতৃভূমি কাপ জয় যুবমোর্চা নরসিংহপুর মণ্ডল এফসির

ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন যুবমোর্চা নরসিংহপুর মণ্ডল এফসির খেলোয়াড় ফুলমুন। শ্রেষ্ঠ শৃঙ্খলাপরায়ণ দল হিসাবে কালাখাল এফসি, টুর্নামেন্টের সেরা গোলকিপার হিসাবে ভূবনহিল এফসির বায়াং মানের, টুর্নামেন্টের বেস্ট স্কোরার ও বেস্ট মিড ফিল্ডার হিসাবে নির্বাচিত হন কালাখাল এফসি-র কেলভিন মার।

মাতৃভূমি কাপ জয় যুবমোর্চা নরসিংহপুর মণ্ডল এফসির

তাছাড়াও টুর্নামেন্টের বেস্ট ডিফেন্ডার হিসাবে জয়নগর এফসির লালরুই জেলা এবং টুর্নামেন্টের বেস্ট প্রমোজিং প্লেয়ার হিসাবে নির্বাচিত হন প্রীতম বর্মণ। বেস্ট প্লেয়ার অব দ্যা টুর্নামেন্টের খেতাব জয় করে জামালপুর এফসির খেলোয়াড় ইজাজ মোহাম্মদ। তাদের সকলের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলার চ্যাম্পিয়ন দলকে চল্লিশ হাজার টাকার চেক সহ ট্রফি ও রানার্স আপ দলকে কুড়ি হাজার টাকার চেক সহ ট্রফি তুলে দেওয়া হয়।

মাতৃভূমি কাপ জয় যুবমোর্চা নরসিংহপুর মণ্ডল এফসির

এদিনের ফাইনাল খেলার প্রধান অতিথি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান। তিনি মাতৃভূমি সামাজিক সংগঠনের ভূয়শী প্রশংসা করে খেলাধূলার উন্নয়নে তাদের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, শুধু খেলাধূলা নয় সাংস্কৃতিক ক্ষেত্রেও মাতৃভূমি-র অনেক অবদান রয়েছে। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের উন্নয়ন সহ দর্শকদের সুবিধার্থে আরও দু’টি গ্যালারি নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন মন্ত্রী পরিমল।

মাতৃভূমি কাপ জয় যুবমোর্চা নরসিংহপুর মণ্ডল এফসির

এদিন খেলার শুরু হওয়ার আগে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে ধামাইল, ডিমাসা, মণিপুরি, খাসি, উড়িয়া ও বিহু নৃত্য পরিবেশিত হয়। প্রথমার্ধের খেলার বিরতির সময় চিয়ার লিডারররা নৃত্য পরিবেশন করে দর্শকদের আনন্দ প্রদান করেন। গোটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিলেন সত্যজিৎ দে, প্রাঞ্জল পুরকায়স্থ ও মধুরিমা দে।

মাতৃভূমি কাপ জয় যুবমোর্চা নরসিংহপুর মণ্ডল এফসির

এদিনের অনুষ্ঠানে গোটা টুর্নামেন্টে ম্যাচ সিলেক্টারের দায়িত্ব পালন করার জন্য তুষার কান্তি বর্মণ, ইন্দ্রজিৎ সিংহ ও শিশির বর্মণকে মাতৃভূমি-র তরফে সম্মাননা জানানো হয়। তাছাড়াও গোটা টুর্নামেন্টে রেফারি হিসাবে উপস্থিত থেকে সুন্দর ভাবে ম্যাচ পরিচালনা করার জন্য সামিম আহমেদ বড়ভূইয়া, শঙ্কর ভট্টাচার্য, কমরুজ্জামান লস্কর ও প্রবীন বর্মণকে সংবর্ধিত করা হয়।

মাতৃভূমি কাপ জয় যুবমোর্চা নরসিংহপুর মণ্ডল এফসির

অনুষ্ঠানে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশু দাস ৪১ দিনের আসর সবার সহযোগিতায় সুস্ঠভাবেও সম্পন্ন কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী বছর ১৫ আগস্ট মাতৃভূমি কাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন। এদিনের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী দু’টি অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাশ। গোটা টুর্নামেন্টে দর্শক, সংবাদ মাধ্যমের কর্মকর্তা সহ মাতৃভূমি-র সকল কর্মকর্তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।

Author

Spread the News