রংপুরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালো জলমিত্ররা
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : ঢাকঢোল পিটিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে শিলচরে স্বাগত জানানো হল। বৃহস্পতিবার তিনদিনের বিভিন্ন কার্যসূচি নিয়ে বরাকে পৌঁছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে শিলচরে আসার পথে রংপুর মধুরাপুলে সামনে হাজার অধিক জলমিত্র হাতে সুস্বাগতম ব্যানার নিয়ে ঢাকঢোল বাজিয়ে স্বাগত জানালেন।
সাংবাদিকদের জলমিত্ররা বলেন, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান এবং দাবি রাখেন তাঁদের বেতন বৃদ্ধি করার। জলমিত্রদের ৬০০০ টাকা বেতনে তাদের ঘর চালানো সম্ভব হচ্ছে না। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।