শিলঘাটে বরাক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর

বিশ্বজিৎ আচার্য ও কেএইচ লস্কর, শিলচর ও লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : শিলঘাটে ‘বরাক সেতু’ এমন স্বপ্ন সাকার হতে চলেছে। বৃহস্পতিবার বরাক নদীর উপর এই সেতুর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। শিলান্যাস করে আগামী দুই বছরের মধ্যেই কাজ সম্পন্ন করে পুনরায় উদ্বোধন করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। সেতুর কাজ শুরুর হওয়ার জন্য মুখ্যমন্ত্রী কৃতিত্ব দেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায় ও উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমকে। তাঁদের তাগিদে অর্থ বরাদ্দ তাড়াতাড়ি হয়েছে।

এদিন শিলান্যাস উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, সেতু নির্মাণ হলে সোনাই ও লক্ষীপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। কম সময়েই দুটি শহরের মানুষ যোগাযোগ রক্ষা করতে পারবেন। দুই বছরের মধ্যেই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সেতুর জন্য অসম সরকার ৮৭ কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে কাজও শুরু হয়ে যাবে। এতে গ্রামের প্রত্যেকেই সহযোগিতা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। সবার সহযোগিতায় দুই বছরের মধ্যেই সেতু নির্মাণ হবে।

শিলঘাটে বরাক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর
বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী।

মঞ্চে উপস্থিত ছিলেন ইসলামি চিন্তাবিদ মওলানা আহমদ সায়িদ গোবিন্দপুরী, মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, তিন বিধায়ক কৌশিক রায়, মিহিরকান্তি সোম ও দীপায়ন চক্রবর্তী। 

উল্লেখ্য, রূপাইবালি-শিলঘাট বরাক সেতু নির্মাণের দাবিতে দীর্ঘ আন্দোলন করে ব্রিজ ডিমান্ড কমিটি। সেতুটি সম্পূর্ণ হলে লক্ষীপুরের বৃহৎ একটি অংশ লাভবান হবে সাধারণ মানুষ শিলচর শহরের সঙ্গেও সহজে যাতায়াত করতে পারবেন। দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের মানুষ সেতুর স্বপ্ন দেখছিলেন। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কৌশিক রায়, মিহির কান্তি সোমের হাত ধরে স্বপ্ন সাকার হতে চলেছে। স্থানীয় জনগণ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিলঘাটে বরাক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর
শিলঘাটে বরাক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর

Author

Spread the News