ইছামতিতে বাঙালি হত্যার নিন্দা স্বার্থ সুরক্ষা পরিষদের

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : মেঘালয়ের ইছামতিতে বাঙালি হত্যার তীব্র নিন্দা জানাল উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে এই মর্মে এক বিবৃতিতে এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের কঠোর শাস্তি প্রদান সহ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন। হারাণবাবু মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কাছে এক ই-মেল পাঠিয়ে এবিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেবার দাবি জানিয়ে রাজ্য টির বাঙালি সংখ্যালঘু এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও অনুরোধ জানান।

পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অপর এক ই-মেলে এবিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করা হয় -যাতে করে পাহাড়ি এই রাজ্যটি সংখ্যালঘু অখ্রিস্টান জনগণ মানুষ নিরাপদে বসবাস করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারেন।

Author

Spread the News