ভারতের মেয়েরা এখন মহাকাশকেও চ্যালেঞ্জ করছে : মোদি
২৭ আগস্ট : রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানের ১০৪তম পর্ব। এই সময় প্রধানমন্ত্রী মোদী মিশন চন্দ্রযান-৩, জি-২০-এর সাফল্য নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মিশন চন্দ্রযান নতুন ভারতের চেতনার প্রতীক’।
তিনি জি-২০ নিয়ে বলেন, ভারতের নেতৃত্বে থাকায় আরও বিস্তৃত রূপ পেয়েছে এই সম্মেলন। চলতি বছরের সেপ্টেম্বরেই দিল্লিতে জি২০ সম্মেলন রয়েছে। সেই প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী বলেন, এটাই সবথেকে বড় জি২০সামিট হতে চলেছে।
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘চন্দ্রযানের সাফল্য বিশাল। তা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। চন্দ্রযানের সাফল্য দেখিয়েছে যে সাফল্যের কিছু সূর্য চাঁদেও ওঠে। চন্দ্রযান হয়ে উঠেছে নতুন ভারতের চেতনার প্রতীক’। পাশাপাশি মোদি এদিন বলেন ‘নারী শক্তির জীবন্ত উদাহরণ চন্দ্রযান’
তিনি বলেন, এই মিশন নারী শক্তির একটি জীবন্ত উদাহরণ। অনেক মহিলা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার এই মিশনে সরাসরি যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতের মেয়েরা এখন মহাকাশকেও চ্যালেঞ্জ করছে। দেশের মেয়েরা যখন এত ‘উচ্চাভিলাষী’ তখন সেই দেশের উন্নতি কেউ আটকাতে পারবে না’।