আজীবন কংগ্রেসি হাজি শরিফ উদ্দিন চৌধুরীকে দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা কংগ্রেসের

আজীবন কংগ্রেসি হাজি শরিফ উদ্দিন চৌধুরীকে দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা কংগ্রেসের

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : সোনাই ব্লক কংগ্রেস কমিটির প্রাক্তন সহসভাপতি তথা আজীবন কংগ্রেসি হাজি শরিফ উদ্দিন চৌধুরীকে শেষ বিদায় জানাল  জেলা কংগ্রেস। শনিবার সকালে ধনেহরির বাড়িতে শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে দলীয় পতাকা দিয়ে সম্মান জানালেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সহ সভাপতি খসরু আলম চৌধুরী  ও  শিলচর জেলা কংগ্রেস কমিটি সংখ‍্যালঘু বিভাগের সহসভাপতি বাবুল আহমেদ বড়ভূইয়া সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস‍্য নজমুল হক বড়ভূইয়া সহ অন‍্যান‍্যরা। এ দিন সকাল দশটায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে হাজার অধিক লোক জমায়েত হন। প্রয়াত চৌধুরী একজন মিশুক ব্যক্তি ছিলেন। গ্রামের প্রতিজন মানুষের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। অমায়িক ব্যবহারে সবার প্রিয় ছিলেন। দীর্ঘ জীবন সাইকেল নিয়ে চলাফেরা করেছেন।  ধর্মীয় সামাজিক, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। ধর্মীয় সংগঠন জমিয়ত উলামা হিন্দের সক্রিয় সদস্য ছিলেন। তিনি প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের একজন প্রিয় ব্যক্তি ছিলেন।

উল্লেখ্য, আজীবন কংগ্রেসি ধনেহরি প্রথম খণ্ডের বাসিন্দা শতায়ু হাজি সরিফ উদ্দিন চৌধুরী দীর্ঘ রোগ ভুগের পর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ১০৮ বছর। রেখে গেছেন ৫ ছেলে, ২ মেয়ে,  জামাতা, পুত্রবধু নাতি নাতনী সহ আত্মীয় স্বজন। তাঁর মৃত্যুতে কংগ্রেস সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

Author

Spread the News