হাইলাকান্দি জেলা পরিষদের ৪টি আসনে ১৯টি মনোনয়নপত্র জমা

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : মনোনয়নপত্র জমা দেবার এক দিন বাকি থাকতে হাইলাকান্দিতে ৮ আসন বিশিষ্ট জেলা পরিষদের ৪টি আসনে মোট ১৯ জন প্রার্থী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। রামচন্ডি-নিমাইচাঁন্দপুর জেলা পরিষদ আসনে ৫ জন, জামিরা-শাহবাদ আসনে একজন প্রার্থী, আলগাপুর-কাঞ্চনপুরে ৮ জন এবং নারাইনপুর-বন্দুকমারা জেলা পরিষদ আসনে ৫ জন প্রার্থী বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৫টি আঞ্চলিক পঞ্চায়েতের গঠনের ক্ষেত্রে ৬২টি  আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচনের জন্য ৮২ জন প্রার্থী এবং ৬২০ গ্রাম পঞ্চায়েত সদস্য, নির্বাচনের জন্য ১১৫৫ জন প্রার্থী এ পর্যন্ত  মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচনের জন্য হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতে এ পর্যন্ত ১৭ জন, আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েতে ৩৫ জন, লালা আঞ্চলিক পঞ্চায়েতে ২৬ জন,কাটলিছড়া আঞ্চলিক পঞ্চায়েতের ৩জন এবং দক্ষিণ হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতে একজন প্রার্থী এ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া গাও পঞ্চায়েত সদস্যর ক্ষেত্রে হাইলাকান্দিতে ২৮৫ জন, আলগাপুরে ৫৩৫ জন, লালায় ২০৩ জন, কাটলিছড়ায় ৯৭ জন, এবং দক্ষিণ হাইলাকান্দিতে ৩৫ জন প্রার্থী এ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী কাল শুক্রবার অর্থাৎ ১১ এপ্রিল মনোনয়নপত্র জমা দিবার শেষ দিন। সকাল ১১টা থেকে বিকেল তিনটার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। শনিবার মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে।

হাইলাকান্দি জেলা পরিষদের ৪টি আসনে ১৯টি মনোনয়নপত্র জমা

Author

Spread the News