অন্ধ সেজে হাসপাতালের রোগীর ব্যাগ থেকে চল্লিশ হাজার টাকা ছিনতাই, মিলল ক্ষেতের মাঠে

অন্ধ সেজে হাসপাতালের রোগীর ব্যাগ থেকে চল্লিশ হাজার টাকা ছিনতাই, মিলল ক্ষেতের মাঠে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : বেশ কয়েক দিন থেকে ভিনরাজ্যের একটি প্রতারক চক্র করিমগঞ্জ জেলার সদর সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে কখন অটোয় বা কখন ই-রিকশায়। যাত্রী সেজে গাড়িতে উঠে কৌশলে অন্যান্য যাত্রীদের পকেট বা ব্যাগ থেকে টাকা সহ মূল্যবান নথিপত্র হাতিয়ে নিয়ে চম্পট দিচ্ছে। এই দলে মহিলা, যুবতী সহ ছোট ছোট কোলের শিশুরা রয়েছে। এবার পাথারকা‌ন্দি‌র সলগই বাজা‌রে ধরা পড়ল একটি চক্রের মহিলা ছিনতাইবাজের দল।

জানা গেছে, পাথারকান্দির হাসপাতালে রোগী সে‌জে ডাক্তার দেখা‌তে গি‌য়ে চ‌ল্লিশ হাজার টাকা চু‌রি ক‌রে পালা‌তে গি‌য়ে সি‌সি ক‌্যা‌মেরার ফু‌টেজ দে‌খে দুই ম‌হিলাকে আটক করা হয়। তাঁদের কলকাতা আ‌লিপুরদুয়া‌রের। দুই ম‌হিলা বৃহস্প‌তিবার দুপু‌রে পাথারকা‌ন্দি সিভিল হাসপাতালে পৌ‌ঁছে ডাক্তার দেখা‌নোর ফাঁকতা‌লে স্থানীয় এক মহিলার প্লা‌ষ্টি‌কের ব‌্যা‌গে থাকা টাকা চু‌রি ক‌রে গা ঢাকা দেয়। প‌রে এ‌তে জ‌ড়িত‌দের ছ‌বি হাসপাতালে থাকা সি‌সি ক‌্যা‌মেরা থে‌কে বের ক‌রে সব‌দি‌কে খোঁজখবর নেওয়া হয়। প‌রে টাকা চু‌রি‌তে জ‌ড়িত‌দের সন্ধান মে‌লে সলগই বাজা‌রে। এ‌তে জ‌ড়িতরা যাযাবর প্রকৃ‌তির লোক। তা‌দের প্রায় কু‌ড়ি জ‌নের এক‌টি দল গত দু‌দিন ধ‌রে সলগই বাজা‌রের সরকা‌রি সেডঘ‌রে অবস্থান কর‌ছিল। ও‌দের দলের পুরু‌ষরা কাটবিড়া‌ল শিকার ক‌রে।

অন্ধ সেজে হাসপাতালের রোগীর ব্যাগ থেকে চল্লিশ হাজার টাকা ছিনতাই, মিলল ক্ষেতের মাঠে

পাথারকা‌ন্দি উত্তর রেল‌গেট সংলগ্ন গ্রা‌মের বা‌সিন্দা যথাক্রমে আলচু বি‌বি আ‌মিনা বেগম ও আফসানা খাতুন জানান, তাঁরা এ‌দিন পঞ্জাব ন‌্যাশন‌্যাল ব‌্যাঙ্ক থে‌কে চ‌ল্লিশ হাজার টাকা তো‌লেন। টাকাগু‌লো ছিল আ‌মিনার ব‌্যা‌গে। তা‌দের প্রথম থে‌কেই পিছু কর‌ছিল ম‌হিলারা। প‌রে তারা ডাক্তার দেখা‌তে হাসপাতালে পৌছা‌লে পিছু ক‌রে চো‌রেরা। বারান্দায় একজন অন্ধ‌ সে‌জে ব‌্যা‌গের উপ‌রে উ‌ল্টে প‌ড়ে কাজ হা‌সিল ক‌রে নেয়। শে‌ষে ধৃত‌দের আটক ক‌রে কিছুটা উত্তম মধ‌্যম দি‌লে বি‌ভিন্ন স্থান সহ ধান‌খেত থে‌কে উদ্ধার হয় নগদ আট‌ত্রিশ হাজার টাকা।‌ তারা টাকা চু‌রির জন‌্য স‌ঙ্গে থাকা শিশু‌টি‌কে দা‌য়ী ক‌রে। উদ্ধারকৃত সব‌টি নোটই ছিল পাচ’শ টাকার। শে‌ষে উদ্ধারকৃত টাকা নি‌য়ে ধৃত‌দের পু‌লি‌শে না দিয়েই কে‌টে প‌ড়েন টাকার মা‌লিক পক্ষ। এ‌দি‌কে, বিকা‌লেই সলগই বাজার ‌ভি‌ডি‌পি সহ বাজার ক‌মি‌টির কর্মকর্তারা যাযাবর প্রকৃ‌তির লোক‌দের বাজার থে‌কে তা‌ড়ি‌য়ে দেন।

Author

Spread the News