ঘন কুয়াশা, শ্রীভূমিতে সড়ক দুর্ঘটনা, আহত পাঁচ
বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : সাতসকালে ঘন কুয়াশার জের, শ্রীভূমি জেলার বাখরশাল বাবা হোটেলের পাশে দুর্ঘটনার কবলে পড়ে একটি অল্টো গাড়ি।
জানা যায়, শুক্রবার সাতসকালে আইজল থেকে একটি অল্টো বাহনে ৫ জন মিজো লোকজন শিলং যাওয়ার পথে শ্রীভূমি জেলার বাখরশাল বাবামণি হোটেলের পাশে আসার পর, ঘন কুয়াশার জেরে বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। এতে বাহনে থাকা চালকসহ চার যাত্রী আহত হন। এরমধ্যে মহিলা এবং একজন পুরুষ, দুই শিশুও ছিল।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে গেলে, আহতদের অবস্থা গুরুতর থাকায় চিকিৎসকরা শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সড়ক দুর্ঘটনায় আহতদের নাম জানা না গেলেও তাদের সবার বাড়ি মিজোরামে বলে জানা গেছে। এই দুর্ঘটনার খবর পেয়ে তাদের পরিবারের লোকজন ইতমধ্যেই শিলচরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানা যায়।