সভ্যতা সংস্কৃতির ঐতিহ্য রক্ষা ও দেশপ্রেমের সেবায় নিয়োজিত জমিয়ত : মওলানা আহমদ সায়িদ

পশ্চিম চুড়াইবাড়ি যুবসমাজের উদ্যোগে ইসলামি সম্মেলন সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : অসম-ত্রিপুরা সীমান্তবর্তী পশ্চিম চুড়াইবাড়ি যুবসমাজের উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক ইসলামি সম্মেলন সম্পন্ন হল। বৃহস্পতিবার সমাপ্ত হয় তিনদিনব্যাপী সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপূর্ব ভারতের বিশিষ্ট ইসলামি পণ্ডিত মওলানা আহমদ সায়িদ গোবিন্দপুরী। তিনি তাঁর বক্তব্যে অভিবক্ত ভারতবর্ষে মুসলমানদের সুদীর্ঘ রাজত্বের প্রসঙ্গে টেনে প্রাঞ্জল ভাষায় বলেন, সেই যুগের মুসলমানদের শিক্ষার বিকাশ, আধ্যাত্মিকতার বিকাশ, বীরত্বের বিকাশ এবং সততার বিকাশের ফলে কুতুব উদ্দিন আয়বক থেকে বাহাদুর শাহ জাফর পর্যন্ত সাড়ে আটশত বছর মুসলমানরাই অভিবক্ত ভারতবর্ষের রাজত্ব করেছিলেন। ভারতবর্ষের মুসলমানদের সেই সোনালী ইতিহাস কেউ মুছতে পারবে না। তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে উলামায়ে দেওবন্দী এবং জমিয়ত উলামার আত্মত্যাগের প্রসঙ্গ টেনে বলেন, পরাধীনতার শৃংখল থেকে ভারতবর্ষকে চিরতরে স্বাধীন করতে জমিয়ত উলামা অগ্রণী ভূমিকা পালন করেছে। জমিয়ত উলামার প্রথমসারির নেতৃস্থানীয় উলামাদের ত্যাগের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে।আজও জমিয়ত উলামা ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি এবং দেশের ঐতিহ্য রক্ষা এবং দেশপ্রেমের সেবায় নিয়োজিত। দেশের নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্চিত, বঞ্চিত এবং অবহেলিত মানুষের শিক্ষার অধিকার, চিকিৎসার জোগাড়, খাদ্য-বস্ত্র সহ বাসস্থানের ব্যবস্থার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের হয়ে নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত আইনি লড়াই করে যাচ্ছে জমিয়ত উলামা। এতে বহু মামলায় জয়ী হয়েছে জমিয়ত উলামা।

এদিনের সম্মেলনে তিনি শিক্ষা শান্তি ও আধ্যাত্মিকতার উপর গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, শিক্ষা ছাড়া কোনও জাতির উন্নতি সম্ভব নয়। যে জাতির শিক্ষা রয়েছে সেই জাতি সমাজের নেতৃত্ব দিতে পারে। শিক্ষাই হচ্ছে সফলতার মূল। আর শান্তি ছাড়া একটি সুষ্ট সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না। এদিন তিনি স্থানীয় যুবসমাজকে সমাজের সার্বিক কল্যাণে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। তৎসঙ্গে করে পিছিয়ে পড়া এলাকায় শিক্ষার বিকাশ সহ সমাজ সংস্কার এবং নেশা দ্রব্যের বিরুদ্ধে স্থানে স্থানের সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান। তিনি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে চলমান অশান্তিকর পরিবেশ সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। একটি রাষ্ট্রে সংখ্যালঘুদের উপর নির্যাতন মোটেই উচিত নয়। এটা মানবতাবিরোধী কাজ। এ বিষয়ে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উপর চাপ সৃষ্টি করার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ আর্জি জানান গোবিন্দপুরী।

সভ্যতা সংস্কৃতির ঐতিহ্য রক্ষা ও দেশপ্রেমের সেবায় নিয়োজিত জমিয়ত : মওলানা আহমদ সায়িদ

এদিনের ইসলামী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন কবির, মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গবেষক মওলানা নজরুল আমীন আল-আজহারী, ইম্ফল মেডিক্যাল কলেজের চিকিৎসক হাফিজ ডাঃ মোহাম্মদ কমরুল ইসলাম, বরাক উপত্যকার তরুন ইসলামি বক্তা মুফতী মেহবুবুল আলম বড়ভূইয়া, করিমগঞ্জ জাতুয়া মাদ্রাসার অধ্যক্ষ মওলানা এমাদ উদ্দিন।

মঙ্গলবার সকাল নয়টায় পবিত্র কোরান পাঠের মাধ্যমে এদিনের সম্মেলনের সূচনা হয়। পশ্চিম চুড়াইবাড়ি জামে মসজিদ সংলগ্ন খোলা মাঠে আয়োজিত এই সম্মেলনে পৌরহিত্য করেন পশ্চিম চুড়াইবাড়ি জামে মসজিদের ইমাম মওলানা রফিক উদ্দিন। পরিচালনায় ছিলেন আয়োজক কমিটির পক্ষে আব্দুল বাসিত, সামসুল হক চৌধুরী
হাফিজ নাসির উদ্দিন, ইব্রাহিম আলি, সাহাব উদ্দিন, আলি আহমদ, আরিফুল চৌধুরী প্রমুখ। গোবিন্দপুরীয বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে বৃহস্পতিবার রাত দশটায় সম্মেলনের সমাপ্তি হয়। এদিন গোবিন্দপুরীর হাতে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ শিষ্যত্ব গ্রহণ করেন।

Author

Spread the News