বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কাটলিছড়া শিক্ষাখণ্ডের কর্মী ফকর উদ্দিন চৌধুরী

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : হৃদয়বিদারক ঘটনা! জঙ্গল পরিস্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল কাটলিছড়া শিক্ষাখণ্ড অফিসের কর্মচারী ফকর উদ্দিন চৌধুরীর (৫৪)। রবিবার বিকেলে বোয়ালিপারের বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়। 

জানা গেছে, ছুটির দিন রবিবার তিনি বাড়ির জঙ্গল পরিস্কার করতে গিয়ে  মাটিতে পড়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে যান। এবং ঘটনাস্থলে মারা যান। পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। যদিও তার আগেই তিনি প্রাণ হারান। এদিন বিকেলে মরদেহ উদ্ধার করে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কাটলিছড়া শিক্ষাখণ্ডের কর্মী ফকর উদ্দিন চৌধুরী

কাটলিছড়া বিইইও অফিসে সর্বশিক্ষার কনট্র‍্যাকচুয়াল চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। একজন কর্মতৎপর কর্মী হিসেবে অফিসের আধিকারিক, কর্মী সহ শিক্ষক মহলে তিনি সুপরিচিত ছিলেন। দীর্ঘ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে তিনি কাজ করে আসছিলেন। ফকর উদ্দিন চৌধুরীর আকস্মিক মৃত্যুতে কাটলিছড়ার বিইইও জয়ন্তী পাল, সিআরসিসি আব্দুল মন্নান লস্কর, প্রাক্তন শিক্ষা আধিকারিক ইসহাক আলি বড়ভূইয়া, অজয় সামন্ত, করিমগঞ্জের ডিআই ইকবাল হোসেন বড়ভূইয়া প্রমুখ গভীর শোক ব্যক্ত করে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

পরিবারে রয়েছেন স্ত্রী, চার ছেলে, এক মেয়ে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Author

Spread the News