মক্কায় প্রয়াত করিমগঞ্জ বেসরকারি হাসপাতালের স্বত্বাধিকারী আব্দুল রকিব

মোহাম্মদ জনি, করিমগঞ্জ। 
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : করিমগঞ্জের বেসরকারি আশীর্বাদ হাসপাতালের স্বত্বাধিকারী আব্দুল রকিব তাপাদার আর নেই। উমরা হজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে আব্দুর রকিব তাপাদারের। প্রয়াতের বাড়ি করিমগঞ্জের চরগোলার এলাকার নাইরগ্রামে।

রবিবার ফজরের নামাজের সময় সৌদি আরবে মক্কার হরম শরিফের মসজিদের নামাজের সফে দাঁড়ানো অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হলে শেষ রক্ষা হননি। কিছুক্ষনের মধ্যে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এদিনই জুহরের নামাজের পর মক্কাতেই প্রয়াতের জানাজার নামাজ শেষে মক্কাতেই সমাহিত করা হয় প্রয়াত আব্দুল রকিব তাপাদারকে। মৃত্যুকালে বয়েস হয়েছিল ৮০ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ছয় ভাই ও নাতি-নাতনি সহ আত্মীয়-স্বজন ও গুনমুগ্ধ।

প্রয়াত আব্দুল রকিব তাপাদার ছিলেন করিমগঞ্জের বেসরকারি আশীর্বাদ হাসপাতালের স্বত্বাধিকারী তথা করিমগঞ্জ সরকারি হাসপাতালের ডাঃ আব্দুস সালাম তাপাদার ও ডাঃ আব্দুল মুকিত তাপাদারের ভাই এবং ডাঃ জহিরুল ইসলাম তাপাদারের কাকা।

মক্কায় প্রয়াত করিমগঞ্জ বেসরকারি হাসপাতালের স্বত্বাধিকারী আব্দুল রকিব

উল্লেখ্য, প্রয়ায় আব্দুল রকিক তাপাদার ১৯৯২ সাল থেকে ১৯৯৭ পর্যন্ত বাখরশাল-নাইরগ্ৰাম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ছিলেন। তাছাড়া তিনি ছিলেন জাতকাপন সমবায় সমিতির চেয়ারম্যান এবং নিইরগ্রাম মাদ্রাসার  উপদেষ্টা কমিটির সদস্য। পাশাপাশি ভারতীয় জতীক কংগ্রেস দলের বিভিন্ন পদে ছিলেন প্রয়াত আব্দুল রকিব। এছাড়া তিনি এলাকার বিভিন্ন সাংগঠনিক পদে লিপ্ত থাকার পাশাপাশি গরিব দুঃখী মানুষের সাহায্যাৰ্থে সব সময় কাজ করে গেছেন বলে সবার কাছে একজন শ্রদ্ধেয় ও দয়ালু প্রকৃতির ব্যক্তি ছিলেন।

প্রয়াত আব্দুল রকিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসম্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমুদ্দিন, প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ, বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ দক্ষিণ করিগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান শরিফনগর সিসি ক্লাবের সভাপতি খাইরুল আলম চৌধুরী প্রমুখ।

Author

Spread the News