সোনাই প্রিমিয়ার লিগে বড় ব্যবধানে জিতল ইলিভেন ফাইটার

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন  আয়োজিত স্টিল কর্নার প্রিমিয়ার লিগে সোমবার  ৫৬ রানের বড় ব্যবধানে জিতল ইলিভেন ফাইটার (বারিকনগর)। তারা হারিয়েছে দৃষ্টি (সোনাই) কে।  সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে। ম্যাচে দৃষ্টি  টস জিতে  ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করতে নেমে ইলিভেন ফাইটার ২০ ওভারে ৬   উইকেট হারিয়ে ২২২  রান সংগ্রহ করেন। দলের এর হয়ে তাহিল খান  সর্বোচ্চ (৫৪)  কিশোর (৩৬), সাহিদ আহমেদ লস্কর (২৭), কুতুব উদ্দিন (২২), আশরাফুল আলম লস্কর (২১) ও সুলতান বড়ভূইয়া (১৩) রান  করেন। দৃষ্টির হয়ে গুলাম উইএফ বড়লস্কর(২), মুমিনুল হক লস্কর (২), বিজয় দাস (১), এমবি সিংহ (১)টি উইকেট পান। ২২৩ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে দৃষ্টি ১৭ ওভারে ৪ বলে সবকটি  উইকেট হারিয়ে ১৬৬ রানে আটকে যায়। তাদের বিজয় দাস সর্বোচ্চ (৫২) রান করেন। এছাড়াও ভাল রান পান নিরুক লস্কর (৩৫), ইনজামুল মজুমদার (২৫), সাজান হোসেন  লস্কর (১৪)  রান করেন । ইলিভেন ফাইটারের হয়ে ঝলক লস্কর  (৩), সাঞ্জু গোয়ালা (৩) সাহিদ আহমেদ লস্কর (২) , কুতুব উদ্দিন (১), টি  উইকেট  পান।

ম্যাচের সর্বাধিক ছক্কার এ টু ইয়াম্মি ভাইটস এর পুরস্কার পান দৃষ্টি-এর  বিজয় দাস। তাঁর হাতে পুরস্কার তুলে দেন এনামুল ইসলাম লস্কর। প্রতিয়োগিতার সূচী অনুযায়ী মঙ্গলবার এফআর হিরোজ খেলবে আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের বিপক্ষে।
এদিনের ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার লাভ করেন ইলিভেন ফাইটারের সাহিদ আহমেদ লস্কর। তার হাতে আকমলমোবাইল ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন  সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের  প্রাক্তন সাধারণ সম্পাদক বক্তার হোসেন বড়লস্কর।

Author

Spread the News