সাতসকালে কেঁপে উঠল দেশের একাধিক রাজ্য
৭ জানুয়ারি : ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, বিহার সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা। মঙ্গলবার ভোর ৬টা ৩৫ মিনিট নাগাদ কিছু সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সূত্রের খবর, নেপাল, ভুটান, বাংলাদেশ, এমনকি চিনও কেঁপে উঠেছে এই ভূমিকম্পে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং তিব্বতের শিগাতসে থেকে ৩৪ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১।