করিমগঞ্জে কালী পুজোয় সেরা পুরস্কার বিতরণ ই-মিডিয়া অ্যাসোসিয়েশনের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ। 
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : করিমগঞ্জ ইলেক্ট্রনিক মিডিয়ার সেরা কালীপূজা  পুরস্কার পেল সাতটি কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় বিতরণী করা হয়েছে পুরস্কার। এই আয়োজনে সহযোগিতায় ছিল আইএমএস হাসপাতাল কর্তৃপক্ষ।

করিমগঞ্জে কালী পুজোয় সেরা পুরস্কার বিতরণ ই-মিডিয়া অ্যাসোসিয়েশনের

এ দিনের অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক উত্তম সাহা এবং নবনির্বাচিত রাজ্যসভার সদস্য মিশনরঞ্জন দাসকেও সম্মানিত করা হয়। ই-মিডিয়া অ্যাসোসিয়েশনের  মণ্ডপ সজ্জায় প্রথম পুরস্কার পেয়েছে সপ্তর্ষি ক্লাব। দ্বিতীয় পুরস্কার রক্তদূত ও তৃতীয় পুরস্কার লাভ করে অগ্ৰদূত ক্লাব। সেরা আলোর পুরস্কার পেয়েছে নবজাগরণ ক্লাব। সেরা থিমের পুরস্কার লাভ করে ইয়ুথ কর্ণার জিমনেসিয়াম। পরিবেশ ও শান্তি বিভাগে সেরা পুরস্কার জিতেছে রক্তিমভ ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মিশনরঞ্জন দাস, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুব্রত সাহা, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ , দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ।

করিমগঞ্জে কালী পুজোয় সেরা পুরস্কার বিতরণ ই-মিডিয়া অ্যাসোসিয়েশনের

অনুষ্ঠানে ই-মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শীষেন্দু সী, সম্পাদক হিল্লোল দত্ত, সহ-সভাপতি রাহুল পাল, সহ-সম্পাদক এসএম জাহির আব্বাস, সদস্য সাজিবুল আলম, রোহন মালাকার, সাগ্নিক চৌধুরী, শুভঙ্কর মালাকার প্রমুখ।

Author

Spread the News