বদরপুর ৩৭টি অঙ্গনওয়াডি কেন্দ্রে কর্মী ও সহায়িকা নিয়োগ, দরখাস্তের আহ্বান
১৫ নভেম্বর : করিমগঞ্জ জেলার বদরপুর সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প বা আইসিডিএস প্রকল্পের অধীনে ৩৭টি অঙ্গনওয়াডি কেন্দ্রের ৭টি কেন্দ্রে অঙ্গনওয়াডি কর্মী এবং ৩৩টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এতে বদরপুর আইসিডিএস প্রকল্পের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন যে, ভারতীয় নাগরিক মহিলা প্রার্থী যারা অঙ্গনওয়াডি কর্মী ও সহায়িকা হিসেবে স্বেচ্ছায় সেবা দান করতে ইচ্ছুক তারা প্রয়োজনীয় নথিপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজ ফটো সহ নির্ধারিত প্রপত্রে দরখাস্ত জমা দিতে পারবেন। এতে অঙ্গনওয়াডি কর্মী ও সহায়িকাদের স্বেচ্ছায় সেবা দান করতে হবে। প্রার্থীদের ওই অঙ্গনওয়াডি কেন্দ্রের স্থানীয় মহিলা হতে হবে।
এই পদগুলির জন্য প্রার্থীদের বয়স চলতি বছরের পয়লা জানুয়ারি তারিখে ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে হতে হবে। অঙ্গওয়াডি কর্মীর জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চতর মাধ্যমিক পাস এবং অঙ্গনওয়াডি সহায়িকা পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে। দরখাস্ত আগামী ২০ নভেম্বর পর্যন্ত সব কর্ম দিবসে সকাল ১১টা থেকে বিকাল ৩টার মধ্যে বদরপুর আইসিডিএস প্রকল্প আধিকারিকের কার্যালয়ে জমা দিতে হবে। বিস্তারিত বিবরন বদরপুর আইসিডিএস প্রকল্প আধিকারিকের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
(জনসংযোগ, করিমগঞ্জ)