ডিএসএ-র কণিকা স্বামী স্মৃতি ভলিবল টুর্নামেন্ট ২৫ ও ২৬ ফেব্রুয়ারি

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ১৬ টি দল নিয়ে এবারে শিলচর ডিএসএ শুরু করতে চলেছে কণিকা স্বামী স্মৃতি ভলিবল প্রতিযোগিতা।  সুভাষনগরস্থিত অগ্রণী ক্লাবের মাঠে বসছে এই আসর। তাদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সেখানে আয়োজন করছে শিলচর ডিএসএ।

শনিবার সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য শান্তনু রায়, অজয় কুমার রায় প্রমুখ। সভাপতি শিবব্রত বলেন, ভলিবল একটি জনপ্রিয় খেলা। সচিব অতনু ভট্টাচার্য‌ গ্রামীন ভলিবল আয়োজনে ডিএসএ-র পাশে দাঁড়ানোর জন্য স্পনসরার পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান সচিব অতনু ভট্টাচার্য। এবারের প্রতিযোগিতা নিয়ে পঞ্চমবারের মতো কণিকা স্বামীর পরিবার খেলা আয়োজনে এগিয়ে এসেছে।

আয়োজক কর্মকর্তারা জানান, সকাল সাড়ে নয়টার সময়ে খেলা শুরু হবে। এগারোটার সময় উদ্বোধনী অনুষ্ঠান হবে। খেলার চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে প্রথম পুরস্কার হিসেবে নগদ ১৪ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি সমেত নগদ ৮ হাজার টাকা। সোমবার সেমিফাইনাল ও ফাইনাল হবে। নক‌আউট পদ্ধতিতে হবে খেলা। প্রথম রাউন্ড বেস্ট অফ থ্রি। কোয়ার্টার ফাইনাল থেকে বেস্ট অফ ফাইভ হবে। আয়োজকরা জানান, প্রতিজন খেলোয়াড়দের ভোটার কার্ড দেখা হবে। কাছাড়ের যে কোনো অঞ্চলের মানুষ অংশ নিতে পারবেন। লক্ষীপুর ডিএসএ-র খেলোয়াড়রাও অংশ নিতে পারবে। কারণ, ক্রিকেট ও ফুটবল ছাড়া আর কোন রাজ্য ইভেন্টে লক্ষীপুরের অ্যাফিলিয়েশন নেই। খেলোয়াড়দের জুনিয়র টুর্নামেন্টের জন্য ট্রায়াল হবে।

Author

Spread the News