দিবিজা, বিপ্রজিতের হাত ধরে টিটিতে চার খেতাব

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : শিলচর টেবিল টেনিসের ইতিহাসে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধু টিটি কেন ইনডোর গেমসের যেকোনও আসরে ইতিপূর্বে এমন সাফল্য পায়নি শিলচর। টিম ইভেন্ট সহ ত্রিমুকুট পড়লেন শিলচরের খুদে প্যাডলার দিবিজা পাল।

অনূর্ধ্ব-১১ এবং অনূর্ধ্ব -১৩ সিঙ্গলসে আজ চ্যাম্পিয়ন হয়েছেন দিবিজা। এরপর অনূর্ধ্ব -১৫-র ফাইনালে হারলেও রানার্স ট্রফি ঘরে আনেন তিনি। মেয়েদের অনূর্ধ্ব-১৩ চারজনের টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন আগেই। আজ আরও দু’টি বয়স গ্রুপের সিঙ্গলস খেতাব জিতে ডিব্রুগড়ে টিটি-তে শিলচরের সুনাম শীর্ষে পৌঁছে দেন এই খুদে প্যাডলার। অনূর্ধ্ব-১১-র ফাইনালে দিবিজা ৩-১ ব্যবধানে উড়িয়ে দেন গুয়াহাটির ইশানী গগৈকে। এরপর মেয়েদের অনূর্ধ্ব -১৩ সিঙ্গলসে শিলচরেরই মেয়ে অক্ষিতা রায়কে ৩-১ সেটে হারিয়ে খেতাব দখল করেন দিবিকা। এই আসরে চ্যাম্পিয়ন ও রানার্স দু’টো ট্রফিই ওঠে শিলচরের ঝুলিতে।

এরপর আরও একটু এগিয়ে তার বয়সের গন্ডি ছাড়িয়ে দিবিজা যোগ দিয়েছিলেন অনূর্ধ্ব-১৫ সিঙ্গলসে। এখানেও অবশ্য হতাশ করেননি তিনি, রানার্স ট্রফি ধরে রাখেন। ফাইনালে হেরে যান গুয়াহাটির চয়শ্রী কাকতির কাছে। ব্যবধান ২-৩। এদিকে, ছেলেদের অনুর্ধ্ব-১১ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়ে শিলচরের ঝুলিতে আরেকটি ট্রফি তুলে দেন বিপ্রজিৎ পাল। ফাইনালে তিনি ৩-০ সেটে হারান ডিব্রুগড়ের নিরভেস শইকিয়াকে।

এদিকে, শিলচরের জন্য আজ আরেকটি সুখবর তুলে রেখেছিল অসম টেবিল টেনিস সংস্থা। রজ্যের পাঁচটি র‍্যাঙ্কিং প্রতিযোগিতা ও একটি আন্তঃজেলা প্রতিযোগিতার মধ্যে শিলচরে আয়োজিত র‍্যাঙ্কিং প্রতিযোগিতার আসরকেই সেরা বলে আখ্যা দিয়েছে অসম টিটি। আর এর সুবাদে রাজ্যের সেরা টিটি আয়োজকের ট্রফি তুলে দেওয়া হয়েছে শিলচরের পক্ষে।

Author

Spread the News