আগের প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করুন মুখ্যমন্ত্রীকে : জেলা কংগ্রেস
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : আর প্রতিশ্রুতি নয়, আগের গুলো বাস্তবায়ন করতে বলল শিলচর জেলা কংগ্রেস। শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অভিজিৎ পাল বলেন, শিলচরে মন্ত্রিসভার বৈঠক করে বেশ কিছু প্রস্তাব নেয়। কিন্তু দেড় বছর হয়ে গেল আজ পর্যন্ত কোন সিদ্ধান্ত বাস্তবায়িত হল না। মুখ্যমন্ত্রী বরাকে এসে বারবার প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানাচ্ছেন। তিনি শিলচরের বিধায়ক মেরুদণ্ডহীন কারণ শিলচরের শহরের বেহাল রাস্তাঘাটের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর কাছে কথা বলার সাহস নেই। শিলচর শহর অভিভাবকহীন হয়ে পড়ে রয়েছে। তিনি বলেন, কেবিনেট মিটিংয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিলচরে উড়ালপুল করা হবে আবার কালকে বললেন উড়ালপুল করতে হলে জনসভা করতে হবে শিলচরে। এ ভাবেই লালিপপ দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
ধলাই উপ-নির্বাচনের ভোট বৈতরণী পার করতে সেখানে মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন সহ ধলাইয়ে ১৫ হাজার অরুণোদয় ফর্ম বিতরণ করার ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন অভিজিৎ। সব কেন্দ্রে দশ হাজার আর ধলাইয়ে পনেরো হাজার অরুণোদয় আবার নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য এমন ঘোষণা মুখ্যমন্ত্রীর। আরও বলেন, ১৪০ বছর পুরোনো শিলচর পুরসভার মেয়াদ শেষ হলেও এখনও নির্বাচন অনুষ্ঠিত করতে পারেনি শাসক দল বিজেপি। অথচ নির্বাচিত বোর্ড ছাড়াই জনগণের উপর করের বোঝা চাপিয়ে শিলচর পুরসভাকে আঁতুর ঘরে পরিণত করা হয়েছে। শহরের রাস্তাঘাট ও পুরকর বৃদ্ধি সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে শনিবার জেলা কংগ্রেস এক প্রতিবাদী মিছিল বের করে পুরসভা কার্যালয়ের সামনে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন অভিজিৎ পাল। স্থানীয় জনপ্রতিনিধিদের মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করে বরাকের প্রতি মুখ্যমন্ত্রীর বিদ্বেষমূলক মনোভাবের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে ইফতিকার আলম লস্কর, রণধীর দেবনাথ, রত্নদীপ রায় চৌধুরী, আব্দুল রাজ্জাক ও তাহের আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।