হাইলাকান্দি জেলার ২২টি গ্রামের ৯৩৮ জন বন্যার কবলে

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : হাইলাকান্দি জেলার লালা ও হাইলাকান্দি রাজস্ব সার্কেলের ২২টি গ্রামের ৯৩৮ জন লোক শুক্রবার বন্যার কবলে পড়েছেন। শুক্রবার মাটিজুরি হায়ার সেকেন্ডারি স্কুলে একটি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে। এতে ৪৮ জন বন্যাক্রান্ত আশ্রয় নিয়েছেন। এরমধ্যে ২৬ জন শিশু এবং ১৩ জন মহিলা রয়েছেন। প্রশাসন থেকে এই রিলিফ ক্যাম্পে ত্রাণ হিসাবে ৭১ কেজি চাল ১৪ কেজি ডাল ৪ কেজি লবণ এবং সাড়ে ৪ লিটার ভোজ্য তেল শুক্রবার মঞ্জুর করা হয়েছে।

হাইলাকান্দি জেলার ২২টি গ্রামের ৯৩৮ জন বন্যার কবলে

এদিকে, এই ত্রাণ শিবিরে শিশুদের জন্য পরিবেশবান্ধব আশ্রয় কেন্দ্রের সুযোগ সুবিধা সমাজ কল্যাণ বিভাগ থেকে  তৈরি করে দেওয়া হয়েছে। শুক্রবার এই কেন্দ্রে স্বাস্থ্য বিভাগ থেকে আশ্রিতদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিকে, কাটাখাল নদীর বন্যা প্রতিরোধী বাঁধের দুটি স্থান কুচিলা ও বেরাখালেরপারের  বাঁধগুলি জিওটেক ব্যাগ দিয়ে মাটি ভর্তি করে বন্যার জল আটকানোর চেষ্টা করা হচ্ছে জল সম্পদ বিভাগ থেকে।

হাইলাকান্দি জেলার ২২টি গ্রামের ৯৩৮ জন বন্যার কবলে
হাইলাকান্দি জেলার ২২টি গ্রামের ৯৩৮ জন বন্যার কবলে

Author

Spread the News