ভৈরবী-গুয়াহাটি ট্রেন সহ বিভিন্ন দাবিতে ২৯ জুলাই কাটলিছড়া স্টেশনে ধরনা

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : হাইলাকান্দিতে রেল পরিষেবার উন্নতিকল্পে সরকার কোন পদক্ষেপ গ্রহণ করছে না। বিগত কয়েক বছর থেকে এনিয়ে বারকয়েক আন্দোলন ধর্ণা কার্যসূচী অনুষ্ঠিত হত। কিন্তু টনক নড়েনি রেল বিভাগ সহ সরকারের। এবার বিভিন্ন দাবি নিয়ে আগামী ২৯ জুলাই কাটলিছড়া রেল স্টেশনে  ধর্ণা কার্যসূচী পালন করবে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে গুয়াহাটি থেকে ভৈরবী যাত্রীবাহী রেল পরিষেবা চালু করা। শিলচর ভৈরবী ও ভৈরবী শিলচর আরো এক জোড়া পেসেঞ্জার ট্রেন চালু করা। বর্তমান ট্রেনে কোচের সংখ্যা বৃদ্ধি করা। আগরতলা করিমগঞ্জ ডেমু ট্রেন কে হাইলাকান্দি পর্যন্ত সম্প্রসারণ করা ইত্যাদি দাবি অবিলম্বে বাস্তবায়িত করার জন্য ধর্ণা কার্যসূচী হাতে নিয়েছে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি কাটলিছড়া।

আগামী ২৯ জুলাই কাটলিছড়া রেলস্টেশনে ধরনা কার্যসূচী পালন করা হবে। নাগরিক অধিকার সুরক্ষা সমিতির ডাকা এই কার্যসূচীতে এলাকার ক্লাব ও বেসরকারি সংগঠন নিজেদের ব্যানার নিয়ে উপস্থিত হয়ে শান্তপূর্ণভাবে অংশ গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষে বাচ্চু পাল এখবর জানিয়েছেন।

Author

Spread the News