মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানে উত্তীর্ণদের সংবর্ধনা মহাসভার

মোহাম্মদ জনি, করিমগঞ্জ। 
বরাক তরঙ্গ, ২৭ মে : পাথারকান্দি বিধানসভায় এবারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান লাভ করা বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার বৃহত্তর প্রতাপগড় আঞ্চলিক কমটি। রবিবার নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার বৃহত্তর প্রতাপগড় আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় পাথারকান্দির ভুবনেশ্বর মিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কালচারেল সেন্টারে এক ঝাকঝমক অনুষ্ঠানে মধ্যেমে প্রায় দু’শতাধিক ছাত্রছাত্রীদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি খুত্তেই, শংসাপত্র ও একটি স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার কেন্দ্রীয় সভাপতি রামকৃষ্ণ সিনহা।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানে উত্তীর্ণদের সংবর্ধনা মহাসভার

নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার প্রতাপগড় আঞ্চলিক কমিটির সভাপতি হরিনারায়ণ সিনহার পৌরহিত্য সংবর্ধনা সভায় প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু পাল বক্তব্যে রাখতে গিয়ে শুরুতেই কৃতী ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে বলেন শিক্ষা দেশ, জাতি ও সমাজের মেরুদণ্ড। ভবিষ্যতে পাথারকান্দি থেকে বিশ্বের বুকে নেতৃত্ব যাতে দিতে পারে এধরনের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান সংবর্ধনা প্রাপক ছাত্রছাত্রীদের। এর পাশাপাশি তিনি কৃতী পড়ুয়াদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের কৃতজ্ঞতাও জানান বিধায়ক কৃষ্ণেন্দু পাল।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানে উত্তীর্ণদের সংবর্ধনা মহাসভার

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসভা কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি প্রয়াত দেবেন সিনহার স্ত্রী পদ্মজা সিনহা, মেয়ে  প্রিয়দর্শিনী সিনহা, মহাসভা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকদ্বয় দেবাশীষ সিনহা ও আনন্দ সিনহা তরুন সিনহা, লক্ষীন্দ্র সিনহা, প্রকাশ সিনহা,নপার্থসারথী সিনহা, বিশ্বজিত সিনহা, মধু সিনহা, সুভাষ সিনহা, দিলীপ সিনহা,কৃষ্ণগোপাল সিনহা প্রমুখ।
অনুষ্ঠান সুন্দরসুষ্ঠভাবে সম্পন্ন হওয়াতে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন মহাসভার পক্ষ থেকে প্রাক্তন জেলা পরিষদ সদস্যরা শান্তিলাল সিনহা।

Author

Spread the News