সহজেই দ্বিতীয় রাউন্ডে কর্কট এফসি, সুচিয়াংকে লাল কার্ড
শামিম বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২ জুন : সহজ জয় পেয়ে কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির নাইন-এ সাইড ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছল কর্কট এফসি। সোমবার বিশাল ব্যবধানে তারা হারায় নাগাখাল বি টিমকে। খেলায় হ্যাটট্রিক সহ চারটি গোল করেন কর্কট এফসির জরানসাং। গোল করেন যথাক্রমে ১২,১৮,২৩ এবং ৫৭ মিনিটে। জোড়া গোল করেন হোসি (৩৯ ও ৫৪ মিনিটে) এবং আরও একটি গোল করেন ইসাক (৪৩ মিনিটে)। নাগাখালের হয়ে একমাত্র গোলটি করেন এচ ডিখার।
এ দিকে, লাল কার্ড দেখেন নাগাখাল বি দলের কে সুচিয়াং। এদিন ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, শংকর ভট্টাচার্য এবং জাফর বড়ভূইয়া। আগামীকাল প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলবে ভুবনখাল বনাম পুনিরমুখ।
