এআইডিএসও’র রাজ্য সম্মেলন সম্পন্ন, নয়া সভাপতি হিল্লোল, সম্পাদক বহাল পেগু

বরাক তরঙ্গ, ২ জুন : জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলন তীব্ৰতর করার সংকল্প নিয়ে সোমবার  এআইডিএসও’র অসম রাজ্য কমিটির তিন দিনের সম্মেলনের সমাপ্তিতে হিল্লোল ভট্টাচাৰ্যকে রাজ্য সভাপতি ও হেমন্ত পেগুকে রাজ্য সম্পাদক নির্বাচিত করে ৭৫ জনের রাজ্য কাউন্সিল ও ৩৬ জনের রাজ্য কমিটি গঠন করা হয়।

এআইডিএসও'র রাজ্য সম্মেলন সম্পন্ন, নয়া সভাপতি হিল্লোল, সম্পাদক বহাল পেগু

জাতীয় শিক্ষা নীতি, ২০২০ বাতিল করা, সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করা সহ ১৭ দফা দাবিতে এআইডিএসও’র অসম রাজ্য কমিটির উদ্যোগে তেজপুরের হেমবরুয়া ভবনে ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত তিন দিনের রাজ্য ছাত্ৰ সম্মেলনের আজ সমাপ্তি ঘটে। ৩১ মে  সহস্ৰাধিক ছাত্র ছাত্ৰীর উপস্থিতিতে অনুষ্ঠিত প্রকাশ্য সভার পর ১ ও ২ জুন অনুষ্ঠিত হয় প্ৰতিনিধি সভা। রাজ্যর বিভিন্ন জেলার তিন শতাধিক ছাত্রছাত্রী প্রতিনিধি সভায় উপস্থিত থাকে। প্ৰতিনিধি সভায় উত্থাপিত মূল রাজনৈতিক প্ৰস্তাবের উপর ৫৭ জন প্ৰতিনিধি অংশ গ্রহণ করেন। এছাড়াও আসামের বন্যা সমস্যার বিজ্ঞানসন্মত সমাধানের ও বিদেশী সনাক্তকরণের নামে প্ৰকৃত ভারতীয় নাগরিকদের হয়রানি বন্ধের দাবীতে দুটাে প্ৰস্তাব গ্রহণ করা হয়।

এআইডিএসও'র রাজ্য সম্মেলন সম্পন্ন, নয়া সভাপতি হিল্লোল, সম্পাদক বহাল পেগু

উল্লেখ্য, ১ জুন ১১ টায় “উত্তর পূৰ্ব ভারতে শিল্পোন্নয়নের সম্ভাবনা ও বেকার সমস্যা সমাধান” শীৰ্ষক এক আলোচনা সভায় মেঘালয়, ত্ৰিপুরা, মণিপুর, অরুণাচল প্ৰদেশ, মিজোরামের ছাত্রছাত্রী সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আলোচনায় অংশগ্ৰহণ করেন। ২ জুন প্ৰতিনিধি সভায় বক্তব্য রাখেন সৰ্বভারতীয় কাউন্সিলের সভাপতি সৌরভ ঘোষ। তিনি বলেন ছাত্ৰ সমাজের নীতি নৈতিকতা ভেঙে দেওয়ার চেষ্টা সরকার করছে। এর বিরুদ্ধে শক্তিশালী ছাত্ৰ আন্দোলন গড়ে তুলে সত্যিকার অর্থে মানুষ সৃষ্টির সংগ্রামে লিপ্ত হতে তিনি আহ্বান জানান। প্ৰতিনিধি সভার মুখ্য বক্তা হিসেবে এসইউসিআই (সি) দলের পলিটব্যুরো সদস্য, প্ৰখ্যাত জননেতা অসিত ভট্টাচাৰ্যই শারীরিক কারণে উপস্থিত থাকতে না পেরে ভিডিও যোগে বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, এআইডিএসও’র অসম রাজ্য কমিটির ৫ম রাজ্য ছাত্ৰ সম্মেলন আসামের কঠিন রাজনৈতিক, সামাজিক পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ধ্বংসের বিরুদ্ধে ছাত্ৰ সমাজকে জাত-পাত-ধর্ম- বৰ্ণ নিৰ্বিশেষে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হতে বলেন। অসমের উগ্ৰ প্ৰাদেশিকতাবাদ ও বিভাজনবাদের চিন্তাকে প্ৰতিটি সরকার উৎসাহিত করছে ও আসামের ছাত্ৰ সমাজকে এসব চিন্তা আছন্ন করে রেখেছে। তিনি বলেন, দেশে পুঁজিবাদী শাসন শোষণকে মজবুত করতে বর্তমান বিজেপি সরকারের প্রণয়ন করা জাতীয় শিক্ষা নীতি -২০২০ এবং মনুষ্যত্ব ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে সঠিক বামপন্থী ছাত্ৰ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Author

Spread the News