ত্রাণশিবিরে গিয়ে বন্যা দুর্গতদের অভাব, অভিযোগ শোনলেন মন্ত্রী কৌশিক রায়

বরাক তরঙ্গ, ২ জুন : ত্রাণশিবিরে গিয়ে সরাসরি বন্যা দুর্গতদের অভাব, অভিযোগ শোনলেন মন্ত্রী কৌশিক রায়। খাবার, বিশুদ্ধ জল, ওষুধ ও স্যানিটেশন সামগ্রী যথাসময়ে ও সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা তিনি তার খবর নেন। সোমবার কাছাড় হাইস্কুল, মালুগ্রাম গার্লস হাইস্কুল, দেবী প্রসাদ নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং জয়কুমার বালিকা বিদ্যালয়ের ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করেন মন্ত্রী।

এরপর, মন্ত্রী কৌশিক রায় জেলা কমিশনার মৃদুল যাদবের সঙ্গে বন্যা প্রতিরোধমূলক পরিকাঠামোও খতিয়ে দেখেন তিনি। বেরেঙ্গা নাথপাড়া এবং বেথুকান্দি এলাকার গুরুত্বপূর্ণ বাঁধগুলির উপর সরেজমিন পরিদর্শন চালিয়ে দুর্বল স্থানে অবিলম্বে মজবুতির নির্দেশ দেন। জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি পরিস্থিতির গভীরে গিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন, যাতে বিপদ আরও না বাড়ে।

ত্রাণশিবিরে গিয়ে বন্যা দুর্গতদের অভাব, অভিযোগ শোনলেন মন্ত্রী কৌশিক রায়

এ দিন তিনি সুরতারা, শ্রীকোণা দ্বিতীয় খণ্ড, বাংলাঘাট স্লুইস গেট ও শালছড়া সংলগ্ন জলমগ্ন জাতীয় সড়ক এলাকাও পরিদর্শন করেন এবং অবকাঠামোগত স্থিতিশীলতা ও দুর্যোগ প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেন।

ত্রাণশিবিরে গিয়ে বন্যা দুর্গতদের অভাব, অভিযোগ শোনলেন মন্ত্রী কৌশিক রায়

মন্ত্রী কৌশিক রায়ের বলেন, এটি মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্যব্যাপী ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টারই অংশ। মন্ত্রী কৌশিক রায় জানান, মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন এবং জেলা কমিশনারকে  দিকনির্দেশনা দিয়ে চলেছেন। তাঁর নেতৃত্বে রাজ্য সরকার, জলসম্পদ বিভাগ ও অন্যান্য দপ্তর মিলিতভাবে এক ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ত্রাণশিবিরে গিয়ে বন্যা দুর্গতদের অভাব, অভিযোগ শোনলেন মন্ত্রী কৌশিক রায়

Author

Spread the News