কায়স্থগ্রাম দুর্গা নগর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ

জনসংযোগ শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ জুন : কায়স্থগ্রাম দুর্গা নগর সড়কে সব ধরণের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে পূর্ত বিভাগের শ্রীভূমি সাউথ টেরিটোরিয়্যাল রোড সাবডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, বিগত কয়েক দিনের অবিরাম বৃষ্টির ফলে ওই সড়কের বক্স কালভার্ট নম্বর ১/১ এর অ্যাপ্রোচ সড়কে ৯৮৫ মিটার থেকে ১০০০ মিটার অংশে মাটি ধসে যাওয়ায় সব ধরণের যান বাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকছে।

এছাড়া বন্যার জলে সড়কের মাটি ধূয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ওই সড়ক বন্ধ থাকছে। এতে বিকল্প সড়ক হিসেবে নিলামবাজার থেকে দুর্গানগর আশ্রম রোড ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।

কায়স্থগ্রাম দুর্গা নগর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ

Author

Spread the News