বন্যাক্রান্তদের খোঁজ নিতে মঙ্গলবার শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুন : আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্যা পরিস্থিতির খোঁজ নিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় শিলচর পৌঁছবেন। তিনি বিভিন্ন ত্রাণশিবির পরিদর্শন করবেন। ত্রাণ শিবিরে আশ্রিত সাধারণ মানুষের সাথে মতবিনিময় করবেন ও তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে সরাসরি অবহিত হবেন।
এ দিন সকাল ১০-১৫টায় সরকারি উচ্চতর বালক বিদ্যালয়, শিলচর ত্রাণ শিবির পরিদর্শন করবেন এবং শিবিরবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। ১০-৪৫টায় তিনি নর্মাল স্কুল, শিলচর ত্রাণ শিবির পরিদর্শনে যাবেন। এরপর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বিদ্যালয় ত্রাণশিবির পরিদর্শন করবেন। সকাল ১১-৪৫টায় তিনি কসমিক মার্কেট, মালিনী বিল এলাকায় গঠিত ত্রাণ শিবির পরিদর্শন করবেন।

সফরের শেষ পর্যায়ে দুপুর ১২-১৫টায় মুখ্যমন্ত্রী হীরণ প্রভা দেব শিশু মন্দির ত্রাণ শিবির পরিদর্শন করবেন এবং সেখানে উপস্থিত জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন। সফরসূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেলা ১-৩০টায় শিলচর ত্যাগ করবেন।