রাজ্য শিশু সুরক্ষা সমিতির উদ্যোগে শিলচরে শিশুদের প্রতিভার মেলা
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে ও রাজ্য শিশু সুরক্ষা সমিতির সহায়তায় জেলা কমিশনার দফতরে আয়োজিত একটি চমৎকার “প্রদর্শনী ও মেলা” শিশু সুরক্ষা প্রতিষ্ঠানের শিশুদের প্রতিভা ও দক্ষতা বিকাশের উদ্দেশ্যে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সমাজ কল্যাণ বিভাগ তথা অতিরিক্ত জেলা আয়ুক্ত ডাঃ খালেদা সুলতানা আহমেদ, সহকারী আয়ুক্ত তথা জেলা সমাজকল্যাণ আধিকারিক অঞ্জলি কুমারী এবং অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
শিশুদের প্রতিভা বিকাশের মঞ্চ এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল শিশু সুরক্ষা প্রতিষ্ঠানের শিশুদের হাতে তৈরি কারুশিল্প, চিত্রকর্ম এবং দক্ষতাভিত্তিক প্রকল্পগুলির প্রদর্শন। এটি কেবল একটি ইভেন্ট নয়, বরং শিশুদের দক্ষতা ও আত্মবিশ্বাস বিকাশের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জেলা আয়ুক্ত মৃদুল যাদব বক্তব্যে বলেন, “এই প্রদর্শনী ও মেলা শিশুদের প্রতিভা ও সম্ভাবনার স্বীকৃতি দেওয়ার একটি আন্দোলন। আমরা চাই, শিশু সুরক্ষা প্রতিষ্ঠানের অধীন শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে। আজ প্রদর্শিত সৃজনশীলতায় আমি অভিভূত এবং এই উদ্যোগের প্রশংসা করি।”
প্রদর্শনীর আকর্ষণীয় দিক মেলার স্টলগুলি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে, যেখানে শিশুরা তাদের কল্পনা ও দক্ষতায় তৈরি বিভিন্ন কারুশিল্প ও প্রয়োজনীয় সামগ্রী উপস্থাপন করে। দর্শকরা এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং জেলা প্রশাসন ও আয়োজকদের এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান। এই প্রদর্শনী জেলাপ্রশাসনের শিশু কল্যাণ ও উন্নয়নের প্রতি অঙ্গীকারের সাক্ষ্য বহন করে, যা শিশুদের দক্ষতা, সৃজনশীলতা ও আশার আলো জ্বালাতে এক বড় পদক্ষেপ।