বাংলাদেশ ঘটনা : পৃথক পৃথক স্মারকপত্র শ্রীভূমি ডিসিকে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : ভারত-বাংলা সীমান্ত জেলা শ্রীভূমির প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী ও অসমের রাজ্যপালের হস্তক্ষেপ চাইল জেলার বিভিন্ন সংগঠন। এমর্মে শনিবার তিনটি সংগঠন যথাক্রমে বরাক উপত্যকা সনাতনী ঐক্য মঞ্চ, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ ও হিন্দু রক্ষী দল পৃথক পৃথক ভাবে শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী কাছে স্মারকপত্র প্রদান করেন।

বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। হিন্দুদের ঘরবাড়ি, মন্দির ভেঙে দেওয়ার খবর অহরহ সংবাদ মাধ্যমে ফলাও করে প্রকাশ পাচ্ছে এবং এর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে এদেশেও। ওপার বাংলার সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এবার মাঠে নেমেছে এপারের সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ।

শনিবার প্রতিটি সংগঠনের কর্মকর্তারা জেলা আয়ুক্ত প্রদীপ দ্বিবেদির সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও অসমের রাজ্যপাল এবং বাংলাদেশের হাই কমিশনারের উদ্দেশ্যে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করেন। এরপর জেলা আয়ুক্তের কার্যালয় থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যম কাজে স্মারকপত্র প্রদানের প্রেক্ষাপট তুলে ধরেন বিভিন্ন  সংগঠনের কর্মকর্তারা। এতে পৃথক পৃথক তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে নিজেদের মতামত তুলে ধরেন।

বাংলাদেশ ঘটনা : পৃথক পৃথক স্মারকপত্র শ্রীভূমি ডিসিকে

অন্যদিকে আগামীকাল অর্থাৎ রবিবার বরাক উপত্যকা সনাতনী ঐক্য মঞ্চের ডাকে শ্রীভূমি জেলার উলুকান্দি থেকে এক প্রতিবাদী মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে তাই সকলের উপস্থিতিতে কামনা করছেন সনাতনী ঐক্য মঞ্চ ও হিন্দু রক্ষী দলের কর্মকর্তারা।

Author

Spread the News