কবিতা দিবস উদযাপন বরাক নাগরিক ও সাহিত্য সাংস্কৃতিক সংসদের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ মার্চ : কবিতা দিবস উদযাপন করল বরাক নাগরিক সংসদ ও সাহিত্য সাংস্কৃতিক সংসদ। শুক্রবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল “শান্তি ও ঐক্যের জন্য কবিতা।” আলোচনায় বক্তারা মত প্রকাশ করে বলেন, বিশ্ব কবিতায় রয়েছে প্রভূত শক্তি।সৃজনশীল দিক থেকে একজন কবির ভূমিকাও অতুলনীয়। এই পৃথিবীতে বিভিন্ন স্তরে যে বিভেদ, বিভাজন, অসাম্য, যুদ্ধবিগ্রহ বর্তমানের অবসানকল্পে কবিতা উপজীব্য হতে পারে।
সঞ্জিত দেবনাথের আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি-সাংবাদিক অতীন দাশ, চক্ষুরোগ বিশেষজ্ঞ শিশিরকুমার বিশ্বাস, কবি-সাংবাদিক মহুয়া চৌধুরী, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে, সাংবাদিক রত্নদীপ দেব, অধ্যাপক সুব্রত দেব, রমাপদ ভট্টাচার্য, প্রদীপ রায়চৌধুরী, জয়ন্তী দত্ত, তপোজ্যোতি ভট্টাচার্য, শ্যামলী ভট্টাচার্য, আরতি দাশ, বাসুদেব শর্মা, শান্তনু দাস, যোগেন্দ্রচন্দ্র দাস, শুভ্রাংশু নাথমজুমদার, দেবপ্রতিম দেব, সীমা পুরকায়স্থ, মৌসম দত্ত, শুক্লা ভট্টাচার্য, দিলীপকুমার সিং প্রমুখ।

রবীন্দ্রসঙ্গীতের সুরে বেহালা বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শিশুশিল্পী অপ্রতিম দাশ। এরপর কবিতা পাঠ করেন শিশুশিল্পী অমিতবিক্রম দাশ। সঙ্গীত পরিবেশন করেন শর্মিষ্ঠা দাস চাকী সহ অন্যরা।
