শিক্ষক সংবর্ধনা, বৃক্ষ রোপন নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন দিগরখালে

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৩২ তম প্রতিষ্ঠা দিবস পালন করল দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা। সোমবার সংস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সভাপতি সুব্রত চক্রবর্তী। এছাড়াও ছিল সংস্থার স্থায়ী শহিদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ, বৃক্ষ রোপণ, কৃতী শিক্ষকদের সংবর্ধনা এবং আলোচনা সভা।

শিক্ষক সংবর্ধনা, বৃক্ষ রোপন নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন দিগরখালে

এদিন অবসরপ্রাপ্ত শিক্ষক কুলেন্দ্রচন্দ্র নাথ, মৃদুলকান্তি চক্রবর্তী, সঞ্জীব নাথ, রণেন্দ্র মোহন পাল ও অনিল ব্যক্তিকে সম্মাননা জ্ঞাপন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ মৃদুল কান্তি চক্রবর্তী, সমাজসেবী উমানন্দ কুর্মী, সাংগঠনিক সম্পাদক সুমন দাস ও সভাপতি সুব্রত চক্রবর্তী। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন ১৯৯২ সালে ৪ সেপ্টেম্বর পাঁচ জন যুবক মিলে দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা গঠন করেছেন। তারপর থেকেই সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে, ক্রীড়া এবং সাস্কৃতিক প্রসার ও প্রচারে সংস্থা কাজ করে যাচ্ছে।

শিক্ষক সংবর্ধনা, বৃক্ষ রোপন নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন দিগরখালে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক ঋতিন্দ্র পাল, মহাদেবপুর জিপি সভাপতি রাজীব চন্দ, শিক্ষিকা বেবী দে, শিক্ষক অমিত চক্রবর্তী, পতন বৈষ্ণব, ঝলক পাল, সুশান্ত দাস, জয়লাল বৈষ্ণব, মান্না পাল, শ্যামল নাথ, তরুণ দাস প্রমুখ।

Author

Spread the News