শিলচরে আত্মপ্রকাশ কমার্শিয়াল ই-অটো অ্যাসোসিয়েশনের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : ই-অটোকে সুষ্ঠুভাবে পরিচালনার করার পাশাপাশি শহরে যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে,এই কথাটি মাথায় রেখে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ই-অটো চালকদের উপস্থিতিতে রবিবার শিলচরে এক সভার আয়োজন করা হয়। সভায় চালকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাবা নিয়ে আলোচনা করার পাশাপাশি ১৫জন সদস্যকে নিয়ে জেলায়”অল কাছাড় কমার্শিয়াল ই-অটো অ্যাসোসিয়েশন” নামের একটি নতুন কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটিতে বিকাশ ভট্টাচার্যকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়াও দু’জনকে সহ-সভাপতি,একজনকে সাধারণ সম্পাদক, দুজনকে সম্পাদক ও একজনকে কমিটির কোষাধ্যক্ষ পদে মনোনীত করার পাশাপাশি বাকি ৮ জনকে কমিটির কার্যকরি সদস্য হিসেবে রাখা হয়েছে।সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, জেলায় ইতিমধ্যে ৪ হাজারের অধিক ই-অটো চলাফেরা করছে। এবং বেকারত্বের অনুপাত হিসেবে জেলায় যেভাবে ই-অটোর সংখ্যা বাড়ছে তাতে আগামী ভবিষ্যৎ কি হবে তা সম্ভবত বলা যাচ্ছে না। তথাপি সরকারের সমস্ত আইন-শৃঙ্খলা মনে কাছাড়ে ই-অটোকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার করার লক্ষ্যেই নতুন জেলা কমিটি গঠন করার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য।