এরালিগুলের দীনদয়াল মডেল কলেজে ভাষা গৌরব সপ্তাহ উদযাপন
জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : করিমগঞ্জের এরালিগুলস্থিত পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ভাষা গৌরব সপ্তাহ। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার কর্তৃক অসমীয়া ও বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করায় অসম সরকারের পক্ষ থেকে ৩ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ভাষা গৌরব সপ্তাহ উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উপলক্ষে এরালিগুলের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়েও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়। মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ ও ইংরেজি বিভাগের উদ্যোগে ‘ভাষা গৌরব সপ্তাহ উদযাপন’ উপলক্ষে আলোচনা সভা, তাৎক্ষণিক বক্তৃতা, বাংলা বানান প্রতিযোগিতা, বিভিন্ন ভাষা যেমন বাংলা, অসমিয়া, মণিপুরিথ ভাষায় কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. জয়শ্রী চক্রবর্তী ভাষা গৌরব সপ্তাহ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। মাতৃভাষার গৌরবকে রক্ষা করার জন্য বিভিন্ন ভাষাভাষীর মানুষকে এগিয়ে আসতে বলেন। তিনি মহাবিদ্যালয়ের ভাষা বিভাগ গুলিকে ভাষা বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে আহ্বান জানান।
তিনি বলেন, মহাবিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের বিভিন্ন ভাষার বই রাখা হবে, যার থেকে ছাত্র-ছাত্রীরা পরবর্তীতে বিভিন্ন ভাষার সাথে পরিচিত হয়ে উঠতে পারবে। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. দেবযানী দেবনাথ বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেন। ইংরেজি বিভাগের প্রধান ড. সুরজিৎ রায় শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশে মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সেই সাথে জাতীয় শিক্ষা নীতিতে বিদ্যালয় পর্যায়ে প্রাথমিক স্তরের শিক্ষায় মাতৃভাষায় শিক্ষা দানের উপর যে গুরুত্ব আরোপ করা হয়েছে, সেই বিষয়ে পর্যালোচনা করেন। বাংলা বিভাগের অধ্যাপিকা ড. কণিকা চক্রবর্তীও তার বক্তব্যে মাতৃভাষাকে যথাযথ সম্মান করতে ছাত্রছাত্রছাত্রীদের আহ্বান জানান।