নেতাজি ছাত্র যুব সংস্থার জয়িতা ভট্টাচার্য স্মৃতি সেরা কালীপূজা কমিটি পুরস্কার রাধামাধবনগরে
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার উদ্যোগে ও যুব দর্পণ এর পরিচালনায় প্রতিবছরের মতো এবারও শিলচর শহর ও শহরতলীর কালীপূজা কমিটিকে উৎসাহিত করতে ১৪তম শিলচর সেরা কালীপূজা কমিটি সম্মান ২০২৪ এর আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় যাতে সকল স্তরের পূজা কমিটি অংশগ্রহণ করতে পারে তার জন্য বিগ বাজেট, মাঝারি বাজেট ও ছোট বাজেট তিনটি বিভাগের কালীপূজা কমিটির মধ্যে প্রতিমা, প্যান্ডেল, আলোকসজ্জা, থিম উপস্থাপনা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিটি বিভাগের একটি কালী পূজা কমিটি কে সেরা এবং বিভিন্ন বিভাগের মধ্যে যেমন প্রতিমা, প্যান্ডেল, আলোকসজ্জা থিম উপস্থাপনা ইত্যাদি বিষয়ে মোট ২৫টি সেরা পুজো কমিটিদের গতকাল ৯ অক্টোবর শনিবার সন্ধ্যা ৮ টায় হোটেল ইলোরা হেরিটেজ এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানকে সফল করে তুলতে লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার ও হোটেল ইলোরা কৃতপক্ষ সহযোগিতায় করছে।
বিগ বাজেট কালীপূজায় ড. জয়িতা ভট্টাচার্য স্মৃতি সর্বশ্রেষ্ঠ কালীপূজা কমিটি পুরস্কার ২০২৪
রাধামাধব নগর কালীপূজা কমিটি, মন্দির দিঘির পাড়, শিলচর, মাঝারি বাজেটে পীযূষকান্তি দাস স্মৃতি শ্রেষ্ঠ কালীপূজা কমিটি পুরস্কার লাভ করেছে বিধানসরণী কালীপূজা কমিটি, দ্য জুয়েল ক্লাব বিলপার, শিলচর এবং ছোট বাজেটে দিনেশ দাস স্মৃতি শ্রেষ্ঠ কালীপূজা কমিটি পুরস্কার ২০২৪ শ্রীমা পল্লী কালীপূজা কমিটি মালুগ্রাম, শিলচর কে প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরসদস্য সাধন পুরকায়স্থ, সমাজকর্মী সুজিতকুমার দেব, পিফ ইন্সপেক্টর বিপ্লব চক্রবর্তী, লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস এর বিদায়ী সভানেত্রী লায়ন্স অঞ্জনা দেব, সমাজকর্মী অঙ্কিতা সাহা, ওয়ে টু বরাকের সস্পাদিকা মৌমিতা গুপ্ত, সংগিত শিল্পী মুনমুন সাহা, রূপম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সস্পাদক নিখিল পাল, নেক্সার ম্যানেজার বিপ্লব দে, লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার সস্পাদক লায়ন মলয় পাল, নেতাজি ছাত্র যুব সংস্থার প্রাক্তন সভাপতি প্রফেসর গুনাকর দাস, সভানেত্রী মহুয়া ভৌমিক, ভাইস চেয়ারম্যান বিভাষ রায়, সহ সভাপতি রাজদীপ দেবরায়, দীপ্তিমান পুরকায়স্থ, মধুছন্দা পুরকায়স্থ, দিপকর দেব, সহ অন্যান্য কর্মকর্তা দের মধ্যে শুভ্রা রাউত দত্ত , সুতপা কর,সন্দীপা চক্রবর্তী, পুজা দাস, অনামিকা পাল, অনুপ দেব, ননী গোপাল দেব, কৃষাণু ভট্টাচার্য, বিপ্লব চক্রবর্তী, রাজু ভৌমিক, বাপ্পী আচার্য, বুরহান মজুমদার, উপস্থিত বিজয়ী কালীপূজা কমিটির কর্মকর্তাদের হাতে পুরস্কার থেকে পুরস্কার তুলে দেন।
এছাড়াও প্রতিযোগিতার ভাইরে শিলচর শ্মশান ঘাট কালীপূজা কমিটিকে সস্মান জানানো হয় এবং সড়ক সুরক্ষা সচেতনতা বৃদ্ধির জন্য ধীরে ধীরে ফেসবুক পেজ এর শিল্পীদের ও সম্মান জানানো হয়।