সোনাবাড়িঘাটে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের শাখা চালু

সোনাবাড়িঘাটে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের শাখা চালু

বরাক তরঙ্গ, ২ আগস্ট : সোনাবাড়িঘাটে চালু হল দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের শাখা। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে জিপি কার্যালয়ে শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি নাসিবুল আলম মজুমদার (মুন্না) জানান, এখন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের সেখানে এসে সরাসরি জানাতে পারবেন। এমনকি বন্যার জলে বা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে মৃত্যু হওয়া লোকের পরিবারের সদস্যরা সেখবর জানিয়ে আর্থিক সাহায্যের দাবি করতে পারবেন। দায়িত্বে থাকা কর্মী ও জিপি সচিব বিষয়টি খতিয়ে দেখে জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন। এতে অসহায় মানুষ কিছুটা লাভবান হবেন বলে মনে করেন তিনি।

ডিডিএমএ ও পিএনআরডি যৌথ পরিচালনার ক্যমুনিটি ফেসিলিটেশন অ্যান্ড রিসোর্স সেন্টারের বর্তমানে দায়িত্বে থাকবেন জিআরএস মণিমোহন সিংহ। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপি সচিব হোসেন আহমেদ লস্কর সহ অন্যান্যরা।

Author

Spread the News