কাবুগঞ্জে দুর্ঘটনাগ্রস্থ বলেরো পিকআপ

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১২ মার্চ : শিলচর-আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জের কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি বলেরও পিকআপ গাড়ি। MZ 01 X 7452 নম্বরের বলেরো পিকআপটি ডিমের কার্টন বোঝাই ছিল। স্থানীয় সূত্রে জানা যায় ডিমের আড়ালে মদের কার্টন ছিল। তবে পুলিশের সূত্রে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

কাবুগঞ্জে দুর্ঘটনাগ্রস্থ বলেরো পিকআপ

বুধবার মিজোরাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্থ হয় গাড়িটি। খবর পেয়ে ধলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি হেফাজতে নিয়েছে। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

কাবুগঞ্জে দুর্ঘটনাগ্রস্থ বলেরো পিকআপ

Author

Spread the News