গুয়াহাটিতে যুবকের লাশ উদ্ধার, খুনের সন্দেহ

বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : নিরাপত্তাহীন হয়ে পড়ছে গুয়াহাটি মহানগর। প্রতিদিনই ঘটছে নানা অপরাধ। বুধবার ফের আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

মহানগরের ধীরেনপাড়ার বর্ষাপাড়া স্টেডিয়ামের ৭ নম্বর গেটের কাছে এক যুবকের লাশ পাওয়া গেছে। মৃতদেহটি প্রকাশ বড়োর বলে সনাক্ত হয়েছে, জানা গেছে।

দুর্বৃত্তরা যুবককে হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে কোনো পার্স বা অন্যান্য জিনিসপত্র উদ্ধার করতে পারেনি। ডাকাতি সংঘটিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Author

Spread the News