বিহুর উপহার পাওয়া চোর গ্রেফতার

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : বিহুর উপহার পাওয়া এক চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রামপ্রধান বিষ্ণুকুমার দাসের অভিযোগের ভিত্তিতে পানিগাঁও পুলিশ চোর দাসকে গ্রেফতার করে। উল্লেখ্য, শুক্রবার রাতে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বহাগ বিহু উপহার পাওয়া চোর গ্রামপ্রধানের বাড়িতে হানা দেয়। গ্রাম প্রধানকে শারীরিক নির্যাতন করেছিল। লখিমপুর বাসগাঁওয়ের সিদা দাস নামে চোরটি মুখ্যমন্ত্রীর বিহু উপহার পেয়েছিল।

গ্রামপ্রধান বিষ্ণুকুমার দাস মুখ্যমন্ত্রীর পাঠানো উপহারটি সিদা দাসের হাতে তুলে দেন। উপহার দেওয়ার পর ছবিটি ভাইরাল হয়ে যায়। গ্রামপ্রধান বিষ্ণু কুমার দাসকে হত্যার হুমকি দেওয়া সিদা দাস শুক্রবার রাতে গ্রামপ্রধানের বাড়িতে গিয়ে আসবাবপত্র লণ্ডভণ্ড করে। গ্রামপ্রধানের অভিযোগের ভিত্তিতে পানিগাঁও পুলিশ রবিবার চিদা চোরকে গ্রেফতার করেছে। এর আগে সিদার বিরুদ্ধে পানিগাঁও স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছিল।

বিহুর উপহার পাওয়া চোর গ্রেফতার

Author

Spread the News