রাষ্ট্রীয় নেত্রদান পক্ষে সক্ষম এর উদ্যোগে সচেতনতা পাঁচগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলে

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : হাইলাকান্দিতে ছাত্রছাত্রীদের মধ্যে চোখের উপর সচেতনতা বৃদ্ধি করতে তৎপর রয়েছে সর্বভারতীয় দিব্যাঙ্গজনের সংস্থা সক্ষম।
রাষ্ট্রীয় নেত্রদান পক্ষে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম টাউন হায়ার সেকেন্ডারি স্কুলে শনিবার সর্বভারতীয় সংস্থা সক্ষম এর উদ্যোগে এক সচেতনতা সভা এবং ব্লাইণ্ড ফল্ড ওয়াকাথন অনুষ্ঠিত হয়।এমর্মে অনুষ্ঠিত এক সচেতনতা সভায় পৌরহিত্য করেন সক্ষম এর জেলা সভাপতি শংকর চৌধুরী।

রাষ্ট্রীয় নেত্রদান পক্ষে সক্ষম এর উদ্যোগে সচেতনতা পাঁচগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলে

এদিন স্কুলের অধ্যক্ষ আব্দুল শুক্কুর চৌধুরী সবাইকে স্বাগত জানাব।এরপর প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে সক্ষম সংস্থার উত্তর পূর্বাঞ্চলের সচিব মিঠুন রায় বলেন প্রতি বছরের মত  এবছরও ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত গোট দেশ ব্যাপী জাতীয় নেত্রদান পক্ষ পালন হচ্ছে । এরই অঙ্গ হিসেবে হাইলাকান্দি জেলা সমিতি তাদের প্রথম অনুষ্ঠানের আয়োজন করে পাঁচগ্রাম টাউন হাইয়ার সেকেন্ডারি স্কুলে। তিনি বলেন ছোটবেলা থেকে শিশুর চোখের যত্ন না নিলে এর পরিনাম ভয়ংকর হতে পারে।তিনি বিভিন্ন ধরনের অন্ধত্ব সম্পর্কে ছাত্র ছাত্রী দের বুঝিয়ে দেন। একই মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার সম্পর্কে সবাইকে অবগত করেন। এছাড়াও রাতকান, ব্লারনেস, রেটিনা, গ্লোকমা ইত্যাূ জেলা সভাপতি শংকর চৌধুরী ও প্রতিটি ব্যাক্তির কাছে চোখ যে কতটুকু প্রয়োজন এবং মৃত্যুর পর ও যে কর্নিয়া দানের মাধ্যমে যে অন্য লোকের জীবনে আলো নিয়ে আসা সম্ভব এনিয়ে ছাত্রছাত্রীদের অবগত করেন এবং এনিয়ে অন্যান্যদের সচেতন করতে আহ্বান জানান।

রাষ্ট্রীয় নেত্রদান পক্ষে সক্ষম এর উদ্যোগে সচেতনতা পাঁচগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলে

এছাড়াও স্কুলের সহকারী শিক্ষক মতোসিন আলি, মুস্তাফা আহমেদ লস্কর এবং অন্যান্য শিক্ষকরা ও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। ছাত্র ছাত্রীরা ও তাদের অভিমত প্রকাশ করেন। এছাড়াও এদিন ছাত্র ছাত্রী দের চোখে কালো কাপড় বেঁধে এক ব্লাইন্ড ফল্ড ওয়াকাথনে অংশ গ্রহণ করে এবং তার উপলব্ধি করতে পারে মানুষের জীবনে চোখের প্রয়োজনীয়তা কতটুকু দরকার। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সক্ষম এর প্রান্তীয় কার্যকর্তা গোবিন্দচন্দ্র নাথ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন জেলা সম্পাদক সন্দীপ দাস।এছাড়াও স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল রাজিয়া চৌধুরী,  বিমলেন্দু রায়, ফুকন কাকতি, মঞ্জুল হক বড়ভূইয়া, চিরঞ্জীব রায়, হোসেন আহমেদ মাঝারভূইয়া প্রমুখ।

Author

Spread the News