শিলডুবিতে স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের আর্বিভাব তিথি পালন ২১শে
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : অন্যান্য বছরের ন্যায় এবছরও শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমে আগামী ২১ নভেম্বর তথা বৃহস্পতিবার নানান সনাতনী ধর্মীয় কার্যক্রমের মধ্যে দিয়ে পালিত হবে। বৃহস্পতিবার শিলচর শঙ্করজ্যোতি গীতাশ্রম প্রাঙ্গনে যোগাচার্য স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬তম আর্বিভাব তিথিকে কেন্দ্র করে ভোরে মঙ্গলারতি, সকাল ৮ টায় গুরু পূজা, চণ্ডীপাঠ, দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৬টায় সমবেত প্রার্থনা ও যোগসঙ্গীত পরিবেশন শেষ সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানে সবাই ভক্তবৃন্দদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান উক্ত শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ স্বামী মহানন্দ গিরি মহারাজ।