শিলচরে ম্যাড়ম্যাড়ে এপিসিসি ক্রিকেট

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ (এপিসিসি)-এ নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার টাউন ক্লাবকে ৩ উইকেটে হারায় ইটখলা এসি। এস এম দেব মেমোরিয়াল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬০ রান করে টাউন ক্লাব। প্রসেনজিৎ সরকার ৫০, বিকি রায় ২৭, অনুভব দাস ২৫ এবং হর্ষ কুমার ১৮ রান করেন। ইটখলার প্রীতম দাস তিনটি, শমীক দাস ও রুদ্রজিৎ ডেকা দু’টি করে উইকেট নেন। জবাবে ৩৯.৩ ওভারে ইটখলা ৭ উইকেটে ১৬৪ রান করে ম্যাচ জিতে যায়। দলের অমন সিং ৮২, শমীক দাস অপরাজিত ২৮, প্রীতম দাস ১৬ ও গৌরব টপ্নো ১২ রান করেন। অমন ছেত্রী ও আকাশ ছেত্রী দু’টি করে উইকেট নেন।

উল্লেখ্য, মাত্র ছয়টি দলকে নিয়ে শিলচর ডিএসএ-র এপিসিসি ক্রিকেট হচ্ছে। অথচ অন্যান্য জেলাগুলিতে কমেও আটটি দল রয়েছে। আসরে চ্যাম্পিয়ন দল এক লক্ষ টাকা পুরস্কার পাবে। কিন্তু রানার্স দলের জন্য কোনও পুরস্কার নেই। বাকি দলগুলির জন্য তো নেইই। সেজন্য আগ্রহী দলের সংখ্যা কম। অথচ শিলচরের সুপার ডিভিশনে ছয়টি এবং এ ডিভিশনে আরও ছয়টি দল খেলে থাকে। এই ১২ দলের মধ্যে ছয়টিই প্রিমিয়ার থেকে সরে দাঁড়িয়েছে।

সুপার ডিভিশনের তিনটি দল ইটখলা, টাউন ক্লাব ও ইন্ডিয়া ক্লাব রয়েছে এ গ্রুপে। আবার, এ ডিভিশনের তিনটি দল উত্তরপাড়া ক্লাব, উধারবন্দ টেবিল টেনিস ক্লাব ও সোনাই ক্রিকেট সংস্থা রয়েছে বি  গ্রুপে। এই গ্রুপ বিন্যাসও অনেকের কাছে পছন্দের হয়নি।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News