শিলচরে আরও এক শিশু নদীতে তলিয়ে গেল, চারদিনে নিখোঁজ ৩

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : শুক্রবার ফের শিলচরে বরাক নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোরী। গত মঙ্গলবার থেকে ধরে চার দিনে এ নিয়ে শহর ও শহর সংলগ্ন এলাকায় বরাকের জলে তলিয়ে গেল তিন কিশোর-কিশোরী। এসব ঘটনার দিকে লক্ষ্য রেখে অভিভাবকদের সতর্ক হবার পরামর্শ দিয়েছেন জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের প্রজেক্ট অফিসার শামীম আহমদ লস্কর।

শুক্রবার শহরের ঘনিয়ালা মণিপুরি বস্তি এলাকায় বরাকে জলে তলিয়ে যায় বন্তি দেব (১৭) নামে এক কিশোরী। শহরেরই তারাপুর ইন্ডিয়া ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা বন্তি মণিপুরি বস্তি এলাকায় তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। দুপুরে মামার বাড়ি থেকে কাছেই বরাক নদীতে স্নান করতে যায়। তার সঙ্গে গিয়েছিল দু’টি শিশু। ওই দুই শিশু দাঁড়িয়ে ছিল নদীর তীরে। আর বন্তি জলে নেমে স্নান করছিল। স্নান করতে করতে হঠাৎ সে জলে তলিয়ে যায়। শিশু দুটি এসব দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকেরা এগিয়ে গিয়েও তাকে উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে এনডিআরএফ নদীতে নেমে সন্ধ্যা পর্যন্ত  তল্লাশি চালালেও তার সন্ধান মেলেনি।

এর আগে বৃহস্পতিবার রংপুর শান্তি পাড়া এলাকার বাসিন্দা দীপজয় দাস (১২) নামে এক কিশোর রংপুরেই বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। একইভাবে গত মঙ্গলবার বিবেকানন্দ রোডের বাসিন্দা সাগর বাসফর (১৬) নামে অন্য একটি কিশোর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীতে স্নান করার সময় তলিয়ে যায় জলে। সাগরের মৃতদেহ বৃহস্পতিবার  রানীঘাট এলাকায় ভেসে উঠে নদীর জলে। তবে এদিন তলিয়ে যাওয়া বন্তির মতো রংপুরের দীপজয়েরও এপর্যন্ত সন্ধান মেলেনি।

শিলচরে আরও এক শিশু নদীতে তলিয়ে গেল, চারদিনে নিখোঁজ ৩
শিলচরে আরও এক শিশু নদীতে তলিয়ে গেল, চারদিনে নিখোঁজ ৩

Author

Spread the News