এওএ-র সভাপতি সনোয়াল ও সচিব কোঁওরকে সংবর্ধনা শিলচর ডিএসএ-র

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : অসম অলিম্পিক সংস্থার সভাপতি সর্বানন্দ সনোয়াল ও সচিব লক্ষ্য কোঁওরকে সংবর্ধিত করল শিলচর ডিএসএ। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দকে বৃহস্পতিবার রাতে সার্কিট হাউসে গিয়ে সংবর্ধনা জানান সংস্থার কর্মকর্তারা। ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য সহ উপস্থিত সংস্থার পদাধিকারীরা খেলাধুলার স্বার্থে বিভিন্ন দাবি সভাপতির সামনে তুলে ধরেন। সংস্থার হয়ে সওয়াল করেন বিধায়কও। তিনি শিলচরে একটি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ আয়োজনের আর্জি জানান। আসন্ন ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য অতনু ভট্টাচার্যরা অনুরোধ জানালে সর্বানন্দ বলেন, সেই সময় অসমে থাকলে তিনি অবশ্যই আসবেন। শিলচরের জন্য একটি অ্যাথলেটিক্স ট্র্যাকের প্রয়োজনীয়তার কথাও এদিন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এই সময়ে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তীও উপস্থিত ছিলেন।

এওএ-র সভাপতি সনোয়াল ও সচিব কোঁওরকে সংবর্ধনা শিলচর ডিএসএ-র

শুক্রবার সকালে সর্বানন্দর সফরসঙ্গী তথা অসম অলিম্পিক সংস্থার সচিব লক্ষ্য কোঁওর ডিএসএ পরিদর্শনে আসেন। তাঁকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। তিনি সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। সঙ্গে অসম অলিম্পিক সংস্থার অন্যতম সহসভাপতি মৃগাঙ্ক দেও বর্মনও উপস্থিত ছিলেন। শিলচর ডিএসএ-কে অসম সুইমিং অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েশন পাইয়ে দেওয়ার জন্য লক্ষ্য কোঁওরের কাছে আর্জি জানানো হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তীও এখানে উপস্থিত ছিলেন। তিনি বিভিন্ন খেলার জন্য স্থানীয় কোচদের প্রশিক্ষণের লক্ষ্যে আসাম অলিম্পিকের মাধ্যমে কোচ পাঠানোর অনুরোধ রাখেন। কথা প্রসঙ্গে লক্ষ্য কোঁওর জানান, গত সপ্তাহে গঠিত আসাম অলিম্পিক সংস্থার নতুন কমিটিতে এখনও অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট মনোনয়ন বাকি রয়েছে। বেশ কয়েকজনকে অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট করা হবে, যার মধ্যে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও থাকবেন। প্রসঙ্গত, যাঁরা আসাম অলিম্পিক সংস্থার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, তাঁদের মধ্য থেকে অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট মনোনয়ন করা হয়। তাদের পদগুলি কার্যত আলঙ্কারিক।

এওএ-র সভাপতি সনোয়াল ও সচিব কোঁওরকে সংবর্ধনা শিলচর ডিএসএ-র
এওএ-র সভাপতি সনোয়াল ও সচিব কোঁওরকে সংবর্ধনা শিলচর ডিএসএ-র

Author

Spread the News