কাছাড়ে শুরু হল ‘অমৃতবৃক্ষ আন্দোলন’

বরাক তরঙ্গ, ১ আগস্ট : শিলচর ডিভিশনাল ফরেস্ট কার্যালয়ে ‘অমৃতবৃক্ষ আন্দোলন’ কার্যসূচী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার শিলচর ডিভিশনাল ফরেস্ট কার্যালয়ে চারা বণ্টন ও সচেতনতামূলক ভ্যান গাড়ির সূচনা করা হয়। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত মতে ৩ কোটি গাছের চারা রোপন কর্মসূচীর অঙ্গ হিসেবে কাছাড়েও শুরু এই কর্মসূচি।

কাছাড়ে শুরু হল 'অমৃতবৃক্ষ আন্দোলন'

এ দিনের অনুষ্ঠানে বিভিন্ন এসএজজি গ্ৰুপ ও স্কুলের ছাত্রদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম ও কৌশিক রায়, জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমুল মাহাতো সহ বন বিভাগের আধিকারিকরা।

কাছাড়ে শুরু হল 'অমৃতবৃক্ষ আন্দোলন'

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৫ আগস্টের মধ্যে কাছাড় জেলায় ১ লক্ষ ১২ হাজার বৃক্ষ রোপনের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। গোটা রাজ্যে ৩ কোটি বৃক্ষ রোপন করা হবে বলে জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেক জনগণ একটি করে নিজের মায়ের নামে বৃক্ষ রোপন করা জন্য। এবং পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখতে হলে বৃক্ষ রোপন করা অত্যন্ত জরুরী তা সহ অমৃতবৃক্ষ আন্দোলনের বিষয় বস্তু তুলে ধরেন।

Author

Spread the News