দিশপুরের বাইরে প্রথম বিধানসভার বাজেট অধিবেশন
বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : আজ থেকে শুরু হচ্ছে অসম বিধানসভার বাজেট অধিবেশন। এই প্রথম বিধানসভার বাজেট অধিবেশন রাজধানীর বাইরে অনুষ্ঠিত হচ্ছে। বিধানসভার বাজেট অধিবেশন কোকরাঝাড়ে অনুষ্ঠিত হবে। সোমবার সকালে অসম সরকারের মন্ত্রী ও বিধায়করা ৫টি বিশেষ বাসে করে কোকরাঝাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
কোকরাঝাড়ে বোড়োল্যান্ড প্রাদেশিক বিধানসভা ভবনে বাজেট অধিবেশনের আগে মুখ্যমন্ত্রী ড. হিমাংতা বিশ্ব শর্মা ভারত-ভুটান সীমান্ত সড়ক পরিদর্শন করেন। তিনি গণমাধ্যমকে বলেন, ভুটান সীমান্ত পর্যন্ত রাস্তাটি তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী বিসমুরি দিঘালি থেকে ভুটান সীমান্ত পর্যন্ত সড়ক পরিদর্শন করেন। সড়ক পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাস্তার কাজ শীঘ্রই শেষ হবে। ১৮ মাসের মধ্যে কাজ শেষ হবে। প্রাথমিক পর্যায়ে ৩৬ কোটি টাকা অনুদান দিয়ে সড়কটি নির্মাণ করা হবে।

বাজেট অধিবেশন সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, কোকরাঝাড়ে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে বিটিআর, কার্বি-আংলং এবং ডিমা হাসাও ষষ্ঠ তফসিলকে কীভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা করা হবে। রাজ্যপাল লক্ষ্মণ আচার্যের ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। এরপর বিধানসভায় বিপ্লব কুমার শর্মা কমিশনের দু’টি প্রতিবেদন পেশ করা হবে।

