লাচিত সেনা সংগঠনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি আকসার

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : অসম সরকারের পক্ষ থেকে লাচিত সেনা সংগঠনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি তুলে সরব হল আকসা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন ডেকে লাচিত সেনার বাংলা ব্যানার ছেড়ার তীব্র নিন্দা জানিয়ে রাজ্যে অসমিয়া বাঙালিদের মধ্যে সংঘাতের চক্রান্ত রোধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ।

অন্যথায় অস্তিত্ব রক্ষায় মাঠে নামতে বাধ‍্য হবে আকসা ছাত্র সংগঠন বলে সাফ জানান তিনি।

এদিন লাচিত সেনা ও আসু দুটি সংগঠনের উগ্র কার্যকলাপের তীব্র সমালোচনা করে বীর লাচিতের নামের অপব্যবহার করছে বলে মত ব্যক্ত করেন রূপম নন্দী পুরকায়স্থ।
এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুল রহমান, বিশ্ব দেব, সুকোমল দাস, আফসানা সদিয়াল প্রমুখ।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News