সোনাই এনজি এইচএস স্কুল স্থানান্তর নিয়ে মতবিনিময় সভা
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : ঐতিহ্যবাহী সোনাই নিত্য গোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্থানান্তরের পক্ষে মত দিলেন সোনাইর একাংশ বিশিষ্টরা। এনিয়ে বুধবার বিকেলে সোনাই ক্লাবে আয়োজিত সভায় স্কুল স্থানান্তরে সরকারি পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বিভিন্ন যুক্তি তুলে ধরেন এবং আগামীতে বৃহৎ আকারে এনিয়ে সভা করার প্রস্তাব দেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার সোনাইর পুরনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। স্কুল থেকে দু-তিনশো মিটার দূরত্বে অবস্থিত জলসম্পদ কার্যালয়ের অবশিষ্ট জমিতে স্কুল ভবন নির্মাণের চিন্তাভাবনা হয়। এনিয়ে জলসম্পদ বিভাগ জেলা প্রশাসনকে এনওসি প্রদান করে। এনিয়ে বিতর্কের মধ্যে এবার মতবিনিময় সভায় বসলেন প্রাক্তন ছাত্র সহ সোনাইর বিশিষ্ট লোক সহ বিভিন্ন দল-সংগঠনের কর্মকর্তারা মিলে দুশো খানেক জনগণ।
বিশিষ্ট নাগরিক আওলাদ হোসেন লস্করের পৌরহিত্যে সভায় অনেকে জানান, এনজি স্কুল বাজার ঘেঁষা হওয়ায় পাঠদানে ব্যাঘাত ঘটছে। তিন রোডের গাড়ির অতিরিক্ত শব্দ দূষণ ও দোকানে গিয়ে ছাত্রদের আড্ডায় পরিবেশ বিনষ্ট হচ্ছে। স্কুল স্থানান্তর যদিও আবেগপ্রবণ, তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে। আর স্কুল স্থানান্তর নিয়ে বহিরাগত লোকদের কথায় কর্ণপাত না করতে আহবান জানানো হয়েছে। সভায় সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, প্রাক্তন পুর কমিশনার আজাদ হোসেন লস্কর, বিজেপি নেতা হামিদুল ইসলাম লস্কর, মোস্তফা জামাল বড়ভূইয়া, ব্যবসায়ী সিনুক আহমেদ বড়ভূইয়া, পুর সদস্য যথাক্রমে নূর আহমেদ বড়ভুঁইয়া, বিবাসিস রায় ও এসএম দিলোয়ার জাহান লস্কর, সোনাই যুব কংগ্রেস সভাপতি রাকিব মজুমদার, প্রাক্তন পুর সদস্য রামকৃষ্ণ নাথ, রাজনীতিবিদ জুনুবাবু লস্কর, আব্দুর রহিম লস্কর প্রমুখ বলেন, কিছু লোক মানুষকে আবেগপ্রবণ করে রাজনীতিকরণ করার চেষ্টা করছেন। কিন্তু এটা কোনও ভাবে মানা যাবে না। শহরের উন্নয়নে যদি সরকার চিন্তাভাবনা করে তাহলে সহযোগিতা করা আমাদের কর্তব্য। আর স্কুলকে অন্যত্র সরিয়ে এই জায়গায় সরকারি অন্য কার্যালয় স্থাপন হলে আপত্তি থাকার কোনও প্রশ্ন ওঠে না। নিরিবিলি জায়গায় স্কুল স্থানান্তর হলে শিক্ষার পরিবেশ ফিরে আসবে। সভায় বক্তারা এ নিয়ে আরও বড় করে একটি মতবিনিময় সভা করার প্রস্তাব দিলে সেটা গৃহীত করা হয়। খুব শীঘ্রই বড়সড় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।