দিব্যাঙ্গ ছাত্রীকে হুইল চেয়ার প্রদান অতিরিক্ত আয়ুক্ত ত্রিদিব রায়ের

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলার প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি শিক্ষা সেতু আ্যপের মাধ্যমে সুনিশ্চিত করতে এবার সরেজমিনে মাঠে নামলেন হাইলাকান্দি জেলার শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত ত্রিদিব রায়। তিনি বৃহস্পতিবার জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নিজের হাতে সরকার প্রদত্ত ট্যাব নিয়ে উপস্থিতির হার খতিয়ে দেখেন।

শিক্ষা সেতু আ্যপের মাধ্যমে ছাত্রছাত্রীর উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ_____

অন্যদিকে, জেলার লালা শিক্ষা খণ্ডের অন্তর্গত নতুন ভাবে গড়ে ওঠা কৈয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমি দাস বিগত দিনে স্কুলে পর্যবেক্ষক হিসেবে যাওয়া শিক্ষা ত্রিদিব রায়কে স্কুলের দশম শ্রেণির দিব্যাঙ্গ ছাত্রী বেবী বেগমের জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছিলেন। এমর্মে বৃহস্পতিবার শিক্ষা সেতু এপের সঠিক  ব্যাবহার সঠিক হচ্ছে কিনা খোঁজ নিতে যাওয়ার সময় তিনি একটি হুইল চেয়ার নিয়ে যান।তাছাড়া তখন স্কুলে নেশা বিরোধী একটি সচেতনতামূলক অনুষ্ঠানও তিনি যোগ দেন। তখন বেবী বেগমকে হুইল চেয়ারে বসিয়ে ত্রিদিব বাবু বলেন, এখন থেকে স্কুলে এই হুইল চেয়ারের বসে পড়াশোনা করতে সুবিধা হবে এই ছাত্রীর। প্রশাসনিক আধিকারিকের এই মহানুভবতার জন্য স্কুলের অভিভাবক মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে।

দিব্যাঙ্গ ছাত্রীকে হুইল চেয়ার প্রদান অতিরিক্ত আয়ুক্ত ত্রিদিব রায়ের

উল্লেখ্য, বর্তমান সময়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সাথে রীতিমত পাল্লা দিচ্ছে সরকারি বিদ্যালয় গুলো। সরকারি ভাবে ছাত্রছাত্রীদের জন্য বই খাতা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী বিনামূল্যে প্রদান করা হচ্ছে। প্রতিজন ছাত্রছাত্রীর প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার জন্য সরকার বদ্ধপরিকর। এক্ষেত্রে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য ও সরকারি স্কুলে বিশেষ ব্যাবস্থা রয়েছে।

Author

Spread the News