লখিমপুরে চাঞ্চল্যকর ঘটনা! স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা পুলিশ কনস্টেবলের
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : এবার লখিমপুরে এক পুলিশ কনস্টেবলের ভয়ঙ্কর কাণ্ড। স্ত্রীকে খুন করে নিজে বেচে নিলেন চরমপন্থা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সোমবার লখিমপুরের বরবসায়। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এনিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, বসন্ত শইকিয়া নামে এক পুলিশ কনস্টেবল এই জঘন্য কাণ্ডটি ঘটিয়েছেন। সন্তানকে ঘরের বাইরে রেখে ভেতরে তালা লাগিয়ে স্ত্রীকে হত্যা করেছেন। স্ত্রীকে হত্যা করে ঘরের পাশে থাকা জলের ট্যাঙ্কে আত্মহনন করেন বসন্ত।
ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। বসন্ত শইকিয়া লখিমপুর সদর থানার কনস্টেবল। তিনি ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ৩১ আগস্ট ডিব্রুগড়ে বগিবিল থানার কনস্টেবল প্রাঞ্জল বরা তার স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর কুড়াল দিয়ে পিটিয়েছে। তারপর থানায় এসে বরা নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করতে চেয়ে ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন ওসি তীর্থ ছেত্রী। গুরুতর আহত অবস্থায় ওসি ছেত্রীকে অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।